Advertisement

Mahakal Temple: শিবরাত্রির বিশেষ আরতি মহাকালেশ্বরে, পুজো করলেন মুখ্যমন্ত্রী, দেখুন VIDEO

মহা শিবরাত্রি উপলক্ষ্যে বিশেষ আরতি করা হয় উজ্জয়িনীর মহাকাল মন্দিরে। মহকাল মন্দিরে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব তাঁর স্ত্রী। তিনি নন্দী মণ্ডপে আয়োজিত আরতিতে অংশগ্রহণ করেন এবং আরতির পর তিনি মহাকালেশ্বরের পূজা করেন। এই উপলক্ষে মহেশ পূজারী, আকাশ পূজারী এবং আশীষ পূজারী পূজা সম্পাদন করেন। মন্দির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও কালেক্টর নীরজ কুমার সিং এবং পুলিশ সুপারিনটেনডেন্ট প্রদীপ শর্মা মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবকে স্বাগত জানান এবং সম্মানিত করেন।

Advertisement
POST A COMMENT