শহর জুড়ে এখন পুজোর আমেজ। চারদিকে দারুণ লাইটিং। পুরো আনন্দের মেজাজ। কিন্তু একদিকে পুজোর গন্ধে যেমন আনন্দ হচ্ছে, তেমনই সন্ধে বেলা যখন বাড়ি ফিরতে যাচ্ছেন, তখন রাস্তার অবস্থাটা দেখেছেন? লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে। ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে যেন মাথাটা গরম হয়ে যাচ্ছে। কিন্তু পুজোর বেশ কিছু মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ট্রাফিকের বিষয়টা দেখে নিতে হবে। বিশেষত তিনি সুজিত বসুকে হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু সেই বিষয়টা একটুও ধোপে টিকল না। মমতা বন্দ্যোপাধ্যায় 22 অগস্ট প্রশাসন বৈঠক থেকে বলেছিলেন, এয়ারপোর্টের দিকে বেশি যানজট হয় সুজিত বসুর পুজোর জন্য। তাই ট্রাফিক ব্লক হলে সুজিত বসুকেই ব্লক করে দেবেন বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee on kolkata traffic during durga puja days