আজ মৌনি অমাবস্যা। ধর্মীয় বিশ্বাস এই দিনে ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান, পুজো ও দান করলে প্রচুর পুণ্য লাভ হয়। জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এবারের মৌনী অমাবস্যা বিশেষ হতে চলেছে। দেশের বিভিন্ন মন্দিরে চলছে বিশেষ পুজো-অর্চনা। মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্ব মন্দিরে বিশেষ ভস্ম আরতি করা হয়।