scorecardresearch
 
Advertisement

Janakpur: রাম মন্দিরে অভিষেকের দিন, নেপালের জানকী মন্দিরে ১ লাখ ২৫ হাজার প্রদীপ জ্বলবে

Janakpur: রাম মন্দিরে অভিষেকের দিন, নেপালের জানকী মন্দিরে ১ লাখ ২৫ হাজার প্রদীপ জ্বলবে

অযোধ্যায় রাম মন্দিরে অভিষেকের আগে সেজে উঠেছে সীতার জন্মস্থান নেপালের জনকপুর। সীতার অন্য নাম জানকী। জনকপুরের রাজা জনকের কন্যা। যা কাঠমাণ্ডু থেকে ২২০ কিমি দূরে অবস্থিত। জনকপুরের ধনুশা আসনের বিধায়ক রাম আশিস যাদব বলেছেন, অযোধ্যায় রাম মন্দিরের অভিষেকের আগে, শহরের প্রতিটি রাম ও সীতা মন্দিরে ধর্মীয় সমাবেশ হবে। রামায়ণের উপর ভিত্তি করে বেশ কয়েকটি স্টেজ শো হবে এবং লোকেরা জানকী মন্দিরে ২২ জানুয়ারী ১২৫০০০ প্রদীপ জ্বালানোর পরিকল্পনা করা হয়েছে। জনকপুর থেকে রূপোর জুতো, অলঙ্কার এবং পোশাক সহ অযোধ্যায় ৩ হাজারের বেশি উপহার পাঠানো হয়েছে।

Advertisement