Advertisement

সংক্রান্তিতে PM Modi এর গোসেবা, গরুদের খাওয়ালেন ভক্ত মোদী, VIDEO VIRAL

প্রতিবছরই মকর সংক্রান্তিতে গরুকে খাওয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারও তার অন্যথা হল না। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বামন গরুকে খাওয়ালেন মোদী। ৭ লোক কল্যাণ মার্গের বাগানে নিজের হাতে গরুদের মুখে পাতা ঘাস তুলে দেন। প্রধানমন্ত্রীর গো-সেবায় ব্যস্ত থাকার ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। মোদীর গো-ভক্তি নতুন নয়। প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনও গো-প্রকল্প চালু করে কখনও নিজের হাতে গরুকে খড় খাইয়েছেন, তো কখনও গম খাওয়াতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। ২০১৯ সালের সেপ্টেম্বরে মথুরায় দেশজুড়ে বাছুর ভ্যাকসিনেশনের প্রচারে গিয়ে গো-পুজোয় অংশ নিতেও দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
POST A COMMENT