শুরু হয়েছে ১৪৩০, নতুন বাংলা বছর। বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব হল নববর্ষ। বছরের প্রথম দিনটা বিশেষ ভাবে উদযাপন করতে চান সকলে। বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছরের সূচনা করেন লক্ষ্মী- গণেশ পুজো ও হালখাতার মাধ্যমে। এদিন অনেকেই মন্দিরে পুজো দিয়ে নতুন বছরের সূচনা করেন। কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠের মতো পবিত্র মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তরা। ফি বছর তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের সমাগম হয়। এবছরও তীব্র গরমকে উপেক্ষা করেই তারা মায়ের দর্শন পেতে ও পুজো দিতে ছুটছেন ভক্তরা। সকালে মঙ্গল আরতি এবং বিশেষ সন্ধ্যা আরতি হয় এদিন। রীতি অনুযায়ী মাকে নিবেদন করা হয় মধ্যাহ্নভোগ। রইল এবছরের পয়লা বৈশাখে তারাপীঠে মা তারার দর্শন ও মঙ্গল আরতির নানা মুহূর্ত।