দিঘার জগন্নাথ মন্দির নিয়ে থামছে না বিতর্ক। এবার মূর্তি নিয়ে বেধেছে গোল। পুরীর জগন্নাথ মন্দিরের প্রবীণ দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র বলেন,'দিঘায় দারুণ মন্দির তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিমকাঠের মূর্তি পুজো হবে ওখানে। চারধামের অন্যতম পুরী। বিশ্বের বিভিন্ন প্রান্তে জগন্নাথ মন্দির রয়েছে'।