scorecardresearch
 
Advertisement

VIDEO: শান্তিপুরে বড় গোস্বামী বিগ্রহ বাড়িতে রাস উৎসবে আজও বসে নহবত

VIDEO: শান্তিপুরে বড় গোস্বামী বিগ্রহ বাড়িতে রাস উৎসবে আজও বসে নহবত

রাসের শোভাযাত্রায় অনুমতি না মেলায় অনেকেই, পুজো মণ্ডপে বাজনার বহর বাড়িয়েছেন এবছর। আজ থেকে কিছু বছর আগেও বিভিন্ন যাত্রাপালা, কবিগানের আয়োজন করা হত। বাদ্যযন্ত্র হিসাবে ঢাক, সানাই ছিল অন্যতম। নিয়ম রক্ষায় আজও ঢাকের ডাক পড়লেও সানাই লক্ষ্য করা যায় না খুব একটা। তবে শান্তিপুরের রাসে আজও বড় গোস্বামী বিগ্রহ বাড়িতে সুদূর মুর্শিদাবাদ থেকে বাপ ঠাকুরদার দেখানো পথেই এসে পৌঁছান সানাইবাদকরা। তাঁরা জানান এ প্রজন্মের ছেলেমেয়েরা এ ধরনের বাদ্যযন্ত্র শিখতে খুব একটা আগ্রহী হচ্ছে না।

Nadia Shantipur Raas Utsab celebrated at Bara Goswami Bigraha Bari

Advertisement