scorecardresearch
 
Advertisement

Hooghly Shitala Puja: কাঠের জ্বালে চলছে রান্না, প্রাচীন রীতিতে মেতে একাধিক পরিবার

Hooghly Shitala Puja: কাঠের জ্বালে চলছে রান্না, প্রাচীন রীতিতে মেতে একাধিক পরিবার

শীতলা পুজো উপলক্ষ্যে হুগলির দক্ষিণ সিমলা গ্রামের মানুষ মেতে ওঠেন রান্না পুজোয়। শতাধিক বছর ধরে প্রত্যেক বছর ফাল্গুন মাসে শুক্লপক্ষে এই পুজো হয়। মন্দির সংলগ্ন মাঠে গ্রামের প্রত্যেকটি পরিবার কাঠের জ্বালে রান্না করে। কথিত আছে একশো বছর আগে স্বর্গীয় সতীশ চন্দ্র গঙ্গোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়ে শীতলা মায়ের এই পুজো শুরু করেন। আর তখন থেকেই শুরু হয় রান্না পুজো। গ্রামের মানুষ মেতে ওঠেন উৎসবের আমেজে। আর এই ঐতিহ্যকে ধরে রেখে চলেছে গ্রামবাসীরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে শান্তির জন্য মায়ের কাছে বিশেষ পুজোর আয়োজন করা হয়।

Advertisement