Durga Puja 2024: সল্টলেক এজি ব্লকের এবারের থিম প্রাপ্তি, কী ফুটিয়ে তোলা হবে?
Durga Puja 2024: সল্টলেক এজি ব্লকের এবারের থিম প্রাপ্তি, কী ফুটিয়ে তোলা হবে?
- কলকাতা,
- 02 Oct 2024,
- Updated 7:59 PM IST
সল্টলেকের এজি ব্লকের এবারের পুজোর থিম প্রাপ্তি। শিল্পী গৌরাঙ্গ দাস এই থিমকে ফুটিয়ে তুলছেন। মানুষের জীবনে প্রাপ্তি কী, কোথা থেকে এর শুরু বা শেষ এবং এর লক্ষ্য কী তা থিমে ফুটিয়ে তোলা হবে।