সল্টলেকের এজি ব্লকের এবারের পুজোর থিম প্রাপ্তি। শিল্পী গৌরাঙ্গ দাস এই থিমকে ফুটিয়ে তুলছেন। মানুষের জীবনে প্রাপ্তি কী, কোথা থেকে এর শুরু বা শেষ এবং এর লক্ষ্য কী তা থিমে ফুটিয়ে তোলা হবে।