Advertisement

Sawan 2023: শ্রাবণের দ্বিতীয় সোমবার উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ভস্ম আরতি, দেখুন VIDEO

হিন্দু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মহাকাল মন্দিরে ভক্তদের ভিড়। মধ্যপ্রদেশের উজ্জনিনীর মহাকাল মন্দিরে রাত আড়াইটায় মন্দিরে দরজা খুলে দেওয়া হয়। প্রচুর ভক্ত মন্দিরে উপস্থিত ছিলেন। ভোরবেলা বাবা মহাকালকে জল দিয়ে স্নান করানো হয়। তারপর দুধ, দই, ঘি, চিনি, মধু ও ফলের রস দিয়ে তৈরি পঞ্চামৃত দিয়ে পুজো করা হয় মহাদেবকে। এরপরই ভস্ম আরতি করা হয়। দেখুন সেই ভিডিও।

Advertisement
POST A COMMENT