scorecardresearch
 
Advertisement

Lord Shiva Rituals: শ্রাবণে শিবের মাথায় জল ঢালার নিয়ম

Lord Shiva Rituals: শ্রাবণে শিবের মাথায় জল ঢালার নিয়ম

শ্রাবণ মাস শুরু হচ্ছে ১৮ জুলাই থেকে। এ মাসেই ভগবান শিবকে সমর্পণ করা হয়। শিব ভক্তরা এই মাসে বিশেষ অপেক্ষা করেন। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে শ্রাবণে হিন্দু বর্ষের পঞ্চম মাস। এই সময় ভগবান শিবের পূজা যাঁরা করেন, তাঁদের সমস্ত মনোকামনা পূরণ হয়। এই সময় মহিলারা স্বামীদের লম্বা জীবনের জন্য ব্রত রাখেন, এবং কুমারী মেয়েরা শিবের মতো স্বামী পাওয়ার জন্য এবং জীবনের সুখ প্রাপ্তির জন্য ব্রত রাখেন। ভগবান শিব শুধুমাত্র ভক্তির পিয়াসী। তিনি খুব সহজেই প্রসন্ন হয়ে যান। তাঁকে শুধু একটু জল চড়াতে হয়। তাতেই তিনি খুশি হয়ে যান। এ কারণেই শিব ভক্তরা এই যাত্রা পালন করেন। কিন্তু তার কিছু নিয়ম আছে যাতে ভুল হলেই মুশকিল। তাই সঠিক নিয়মে কীভাবে জল ঢালবেন তা জেনে নিন।

sawan holy water to lord shiva rituals

Advertisement