Advertisement

Durga Puja 2024: এবার 'বাঁধন' থিমে সাজছে শ্যামবাজার পল্লি সংঘ

মা দুর্গা তার সন্তানদের নিয়ে মর্ত্যে আসেন পুজোর কটা দিন। তাঁর আগমনে আমরা মেতে উঠি উৎসবে। শ্যামবাজার পল্লি সংঘের এবার ৬৩ তম বর্ষে শিল্পী বাদল মিস্ত্রির ভাবনায় ও প্রতিমা শিল্পী প্রবৃত্ত বর্মণের হাতে সেজে উঠছে মণ্ডপ। উদ্বোধন বা সাংস্কৃতিক কোনও অনুষ্ঠান এবছর করবে না ক্লাব কর্তৃপক্ষ। প্রতিমা দর্শনের জন্য যেটুকুনি আলো প্রয়োজন সেইটুকুই থাকবে আলোকসজ্জা। বিশেষ কোনও খাওয়া-দাওয়ার আয়োজনও থাকছে না ক্লাবে।

Advertisement
POST A COMMENT