Advertisement

Kali Puja র থিম 'Operation Sindoor', জওয়ানদের শ্রদ্ধা তেঘরিয়া নরেন্দ্রপুর স্টেশন রোড অধিবাসীবৃন্দের

দুর্গাপুজোয় 'অপারেশন সিঁদুর' থিম বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়্যার। এবার কালীপুজোতেও সেই থিম করল সোনারপুরের তেঘরিয়া নরেন্দ্রপুর স্টেশন রোড অধিবাসীবৃন্দ। উদ্যোক্তারা জানান, সোনারপুরের তেঘরিয়া নরেন্দ্রপুর স্টেশন রোড অধিবাসীবৃন্দের ৩১তম বর্ষে জওয়ানদের শ্রদ্ধা জানাতেই এই থিমকে বেছে নেওয়া হয়েছে। দেখুন ভিডিও

Advertisement
POST A COMMENT