Advertisement

VIDEO: নিয়োগের দাবিতে স্টেট লেভেল সিলেকশন টেস্টে উত্তীর্ণদের রাস্তাতেই ঈদের নমাজ

১৭৩ দিন ধরে তাঁরা রাস্তায় (Road)। তাঁরা ইদে (Eid)কোনও মসজিদে (Masjid) যাননি। বিধান রায় (Bidhan Roy) মূর্তির বিপরীতের ফুটপাথে নমাজ (Namaz) পাঠ করেছেন তাঁরা। এরা স্টেট লেভেল সিলেকশন টেস্টের পাস আউট প্রার্থী। তাদের কাজের নিশ্চয়তার দাবিতে রাস্তায় নেমেছেন এরা।

Advertisement