scorecardresearch
 
Advertisement

Belur Math: বেলুড়মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি

Belur Math: বেলুড়মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি

পরম ভক্তি-নিষ্ঠায় বেলুড়মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি। ভোর চারটে ৪৫ মিনিটে স্বামীজীর মন্দিরে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পরে স্বামীজীর মন্দির, ঘর এবং শ্রীরামকৃষ্ণ মন্দিরে সারাদিন ব্যাপী চলবে নানা অনুষ্ঠান। যেমন- বেদ পাঠ, উচ্চাঙ্গ সঙ্গীত, খেয়াল, ধ্রুপদ, বিবেকানন্দ গীতি, পাঠ, গীতি আলেখ্য, ভজন ইত্যাদি থাকবে। সকালে হয়েছে বিশেষ পূজা। বিকাল সাড়ে তিনটেয় ধর্ম সভার পর অনুষ্ঠানের পরিসমাপ্তি। সন্ধ্যায় সন্ধারতি হবে রীতি মেনে। কোভিডবিধি মনে ভক্ত এবং সাধারণের প্রবেশ নিষিদ্ধ।

Swami Vivekananda's 160th birth anniversary is being celebrated at Belur Math

Advertisement