scorecardresearch
 
Advertisement

Vastu Tips 2023: বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছরে বাড়িতে কোন গাছ রাখবেন?

Vastu Tips 2023: বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছরে বাড়িতে কোন গাছ রাখবেন?

নতুন বছর ২০২৩ এ কোন উদ্ভিদ বাড়িতে আনতে হবে। যাতে ঘরে লক্ষ্মীর আর্শীবাদ থাকে। এমন প্রশ্ন সাধারণত সবার মনেই ঘুরপাক খেতে থাকে। নতুন বছরে সবারই কিছু না কিছু প্রত্যাশা থাকে। নতুন বছরে বাড়িতে গাছ লাগানো শুভ ও মঙ্গলকারী ফল দেয়। বাস্তুশাস্ত্র অনুসারে, তুলসী একটি অত্যন্ত শক্তিশালী, পবিত্র এবং শুভ উদ্ভিদ, যা ঘরে ইতিবাচকতা বাড়া।

Vastu Tips 2023

Advertisement