Advertisement

Vastu Tips for Shoe: জুতো ঘরের কোন দিকে রাখতে হবে বাস্তু মতে?

বাস্তু অনুসারে, ঘরে জুতো এবং চপ্পল রাখার জন্যও একটি দিক নির্দেশ করা হয়েছে। প্রায়শই লোকেরা বাড়ির দরজায় তাদের জুতা এবং চপ্পল খুলে ফেলেন। সেই সঙ্গে কয়েকজন আবার জুতো-চপ্পল নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী তা করা ভুল। জুতো কোন দিকে রাখতে হবে বাস্তু মতে?

Advertisement
POST A COMMENT