Advertisement

Virat-Anushka Meets Premanand Ji Maharaj: 'এবার রাধা রাধা জপ করো,' বিরাটকে যা যা বললেন প্রেমানন্দ মহারাজ

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার একদিন পর, টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় বিরাট কোহলি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে বৃন্দাবনে হাজির হলেন। এখানে তিনি প্রেমানন্দ মহারাজের দর্শন করেন। খবর অনুযায়ী, প্রেমানন্দ মহারাজ কোহলি এবং অনুষ্কার সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বলেন। তবে, কোহলি এই আশ্রমে প্রায় ২ ঘন্টা ছিলেন। এই প্রথমবার নয় যে কোহলি এবং অনুষ্কা প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে আসেন। এর আগে, তিনি ২০২৩ সালে এবং এই বছরের জানুয়ারিতেও বৃন্দাবন ভ্রমণ করেন। এই সময় তিনি সন্ত প্রেমানন্দ মহারাজের সঙ্গে আধ্যাত্মিক আলোচনা করেন। বিরাট কোহলি তৃতীয়বারের মতো প্রেমানন্দের সঙ্গে দেখা করলেন।

Advertisement
POST A COMMENT