ঐতিহ্য বজায় রাখতে অর্বিভাব দিবস পালিত হলেও প্রাচীন সেই মেলার আর দেখা মেলে না তারাপীঠ (Tarapth Temple) সংলগ্ন এলাকায়। কারণ মেলার জায়গা দখল করে নিয়েছে ফুল-ডালার দোকান। আগে স্থানীয় গ্রামগঞ্জের মানুষ ভিড় জমালেও বর্তমানে বাইরের মানুষও আসতে শুরু করেছেন। পুরানে বলা আছে শারদীয়ার শুক্লা চর্তুদশীতেই বশিষ্ঠ মুনি সাধনার মাধ্যমে মা তারাকে দেখতে পান।
visitors gathered at Tarapith temple for worshiped