সর্বপিতৃ অমাবস্যায় পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা হয়। যা 'মহালয়া' (Mahalaya 2021) নামে পরিচিত। মহান বা মহত্বের আলয় (আশ্রয়) থেকে 'মহালয়া' শব্দের উৎপত্তি। সনাতন ধর্ম অনুযায়ী, এই বিশেষ দিনে প্রয়াত আত্মারা মর্ত্যে আসেন। এই দিন পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়। প্রচলিত আছে, মৃতব্যক্তির মৃত্যু তিথি জানা না-থাকলে এদিন তর্পণ করা যেতে পারে। এই দিনটির কী গুরুত্ব, সেই সম্পর্কে আজতক বাংলাকে বললেন পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি (Nrisingha Prasad Bhaduri)।
What is the significance of Mahalaya and why is it celebrated? Interview of Nrisingha Prasad Bhaduri see video