scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Air India Handover: TATA-র অপেক্ষা এখনই ফুরচ্ছে না, স্থগিত হতে পারে এয়ার ইন্ডিয়ার ঘরে ফেরার প্রক্রিয়া

Air India Handover: পিছিয়ে যেতে পারে এয়ার ইন্ডিয়ার TATA-র ঘরে ফেরার প্রক্রিয়া
  • 1/7

এয়ার ইন্ডিয়া হস্তান্তরের কাজটি আগেই হওয়ার কথা থাকলেও কিছু জটিলতার কারণে এখনও তা করা হয়নি। আজকে, বৃহস্পতিবার টাটার হাতে এয়ার ইন্ডিয়া তুলে দেওয়া হবে বলে জল্পনা ছিল।

Air India Handover: পিছিয়ে যেতে পারে এয়ার ইন্ডিয়ার TATA-র ঘরে ফেরার প্রক্রিয়া
  • 2/7

কিন্তু শেষ মুহূর্তের কিছু আপডেট দেখে মনে হচ্ছে টাটার ৬৯ বছরের অপেক্ষা এখনই শেষ হচ্ছে না। তবে সূত্র বলছে আগামিকাল, অর্থাৎ শুক্রবারই এয়ার ইন্ডিয়া টাটার হাতে তুলে দেওয়া হতে পারে।

Air India Handover: পিছিয়ে যেতে পারে এয়ার ইন্ডিয়ার TATA-র ঘরে ফেরার প্রক্রিয়া
  • 3/7

গত বছর অনুষ্ঠিত এয়ার ইন্ডিয়া নিলামে, টাটা গ্রুপ এবং স্পাইসজেটের চেয়ারম্যান অজয় সিং দর জমা দিয়েছিলেন। নিলামে, টাটা গ্রুপের ১৮,০০০ কোটি টাকার দর টেক্কা দেয় স্পাইসজেটের দেওয়া দরকে। এর পরেই, কেন্দ্র সরকার ৮ অক্টোবর ঘোষণা করে যে, টাটার দেওয়ার দরই এয়ার ইন্ডিয়া নিলামে সফল হয়েছে।

Advertisement
Air India Handover: পিছিয়ে যেতে পারে এয়ার ইন্ডিয়ার TATA-র ঘরে ফেরার প্রক্রিয়া
  • 4/7

এর পরই কেন্দ্র গত বছরের ২৫ অক্টোবর ১৮,০০০ কোটি টাকায় এয়ার ইন্ডিয়া বিক্রির জন্য টাটা সন্সের সঙ্গে একটি চুক্তি করে। এই চুক্তির পরিবর্তে টাটা সরকারকে ২,৭০০ কোটি টাকা নগদে দেবে এবং এয়ারলাইনের বকেয়া ১৫,৩০০ কোটি টাকা ঋণ শোধ করবে৷

Air India Handover: পিছিয়ে যেতে পারে এয়ার ইন্ডিয়ার TATA-র ঘরে ফেরার প্রক্রিয়া
  • 5/7

উল্লেখ্য, ২০০৭-০৮ সালে ভারতীয় এয়ারলাইন্সের সঙ্গে একীভূত হওয়ার পর থেকেই এয়ার ইন্ডিয়া ক্রমাগত লোকসান চলছিল। গত ৩১ অগাস্ট পর্যন্ত, এয়ার ইন্ডিয়ার মোট বকেয়া ছিল ৬১,৫৬২ কোটি টাকা।

Air India Handover: পিছিয়ে যেতে পারে এয়ার ইন্ডিয়ার TATA-র ঘরে ফেরার প্রক্রিয়া
  • 6/7

১৯৫৩ সালে সরকার কর্তৃক এভিয়েশন সেক্টর জাতীয়করণের সঙ্গে সঙ্গে চালু হয় সরকারি এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। টাটা ৯০ বছর আগে যে সংস্থাটি শুরু করেছিল, কেন্দ্র তার সুরক্ষার ভার নিয়েছিল।

Air India Handover: পিছিয়ে যেতে পারে এয়ার ইন্ডিয়ার TATA-র ঘরে ফেরার প্রক্রিয়া
  • 7/7

কিন্তু এখন বিপুল লোকসানের পর গত বছরের অক্টোবরে এয়ার ইন্ডিয়াকে ফের টাটা গ্রুপের কাছেই বিক্রি করে দেয় কেন্দ্রীয় সরকার। সেই হস্থান্তর এখন শুধু সময়ের অপেক্ষা।

Advertisement