scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Bank Holidays in August : আগস্ট মাসে ব্যাঙ্ক বন্ধ ১৫ দিন! দরকারি কাজ সেরে ফেলুন এখনই

Bank holidays for august RBI delares the list abk one
  • 1/11

আগস্ট মাসে বেশ কয়েক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। বিভিন্ন কারণে ব্য়াঙ্ক বন্ধ রাখা হবে। রিজার্ভ ব্যাঙ্ক সেই তালিকার ব্য়াপারে জানিয়ে দিয়েছে। ফলে ব্যাঙ্কের কোনও কাজ থাকলে, তাড়াতাড়ি সেরে ফেলাই ভাল।

Bank holidays for august RBI delares the list abk atm
  • 2/11

কারণ দেখা যাচ্ছে, আগস্ট মাসে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ রাখা হবে। ফলে ব্যাঙ্কে কোনও কাজ থাকলে তা আগেভাগে সেরে ফেলাই ভাল। না হলে হয়রান হওয়ার আশঙ্কা রয়েছে। তখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করা যাবে না।

Bank holidays for august RBI delares the list abk two
  • 3/11

এখন প্রতি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এর পাশাপাশি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্য়াঙ্কে ছুটি থাকে। এর বাইরেও চলতি মাসে বেশ কিছু ছুটি রয়েছে। তাই বন্ধ থাকবে ব্য়াঙ্ক।

Advertisement
Bank holidays for august RBI delares the list abk atm three
  • 4/11

এবার দেখে নেওয়া যাক কোন কোন দিন ব্য়াঙ্ক বন্ধ থাকতে চলেছে। আগস্ট মাসের ১ তারিখ বন্ধ থাকবে ব্যাঙ্ক। কারণ ওই দিনটি রবিবার।

Bank holidays for august RBI delares the list abk atm four
  • 5/11

এরপর ৮ আগস্টও ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকবে। কারণ সেই দিনটিও রবিবার পড়েছে।

Bank holidays for august RBI delares the list abk five
  • 6/11

এর পরের ছুটি হল ১৩ আগস্ট। ওই দিন ইম্ফল জোনে দেশপ্রেম দিবস হিসেবে পালিত হয়। ফলে সেদিন ছুটি থাকে। ১৪ আগস্ট মাসের দ্বিতীয় শনিবার। ফলে সেদিন ব্যাঙ্কে কোনও কাজ হবে না।

Bank holidays for august RBI delares the list abk six
  • 7/11

১৫ আগস্ট স্বাধীনতা দিবস। ফলে ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ওই দিনটি রবিবারে পড়েছে। ওই দিন দেশের সব জায়গায় ছুটি। 

Advertisement
Bank holidays for august RBI delares the list abk seven
  • 8/11

এর পরের দিন ১৬ আগস্ট পার্সি নববর্ষ। সেদিন মহারাষ্ট্রের বেলাপুর, মুম্বই এবং নাগপুর জোনে ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে না। 

Bank holidays for august RBI delares the list abk eight atm
  • 9/11

তার তিনদিন পর ফের বন্ধ থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ ১৯ আগস্ট। সেদিন মহরমের জন্য আগরতলা, আহমেদাবাদ, বেলপুর, ভোপাল, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু ও কাশ্মীর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নতুন দিল্লি, পটনা, রায়পুর, রাঁচি এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০ আগস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে। মহরম এবং ওনমের কারণে বেঙ্গালুরু, চেন্নাই, কোচি এবং কেরল জোনে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।

Bank holidays for august RBI delares the list abk nine
  • 10/11

২১ আগস্ট ব্যাঙ্ক বন্ধ। কোচি এবং কেরলে পরিষেবা পাওয়া যাবে না। ২২ আগস্ট রাখিবন্ধন এবং রবিবার। ফলে সেদিন ছুটি। ২৩ আগস্ট কোচি এবং কেরলে ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে না। শ্রীনারায়ণ গুরু জয়ন্তী হওয়ার কারণে বন্ধ থাকবে।

Bank holidays for august RBI delares the list abk ten atm
  • 11/11

২৮ আগস্ট মাসের চতুর্থ শনিবার। ফলে সেদিন স্বাভাবিক নিয়মে ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে। তার পরের দিন অর্থাৎ ২৯ আগস্ট ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকবে। কারণ সেদিন রবিবার। জন্মাষ্টমী পড়েছে ৩০ আগস্ট। সেদিন ছুটি থাকে। ফলে বন্ধ থাকবে ব্যাঙ্কর কাজকারবার। মাসের শেষ দিন অর্থাৎ ৩১ আগস্টও বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেদিন শ্রীকৃষ্ণ অষ্টমী হওয়ায় হায়দ্রাবাদে মিলবে না ব্যাঙ্কের পরিষেবা।

Advertisement