scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Crude Oil Price Hike: অশোধিত তেল ১২ দিনে বাড়ল ৩০ ডলার, শীঘ্রই ছাড়াতে পারে ১৮৫ ডলারের গণ্ডি!

Crude Oil Price Hike: অশোধিত তেল ১২ দিনে বাড়ল ৩০ ডলার, শীঘ্রই ছাড়াতে পারে ১৮৫ ডলারের গণ্ডি!
  • 1/9

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে অশোধিত তেল এখন অগ্নিমূল্য! ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর বর্তমানে বেড়ে ব্যারেল প্রতি ১২৯ ডলারের গণ্ডি অতিক্রম করেছে। ব্রোকারেজ ফার্ম জেপি মর্গানের অনুমান, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আর কিছুদিন চললেই ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর ব্যারেল প্রতি ১৮৫ ডলারের রেকর্ড স্তর অতিক্রম করবে।

Crude Oil Price Hike: অশোধিত তেল ১২ দিনে বাড়ল ৩০ ডলার, শীঘ্রই ছাড়াতে পারে ১৮৫ ডলারের গণ্ডি!
  • 2/9

গত ৩ মাসে অশোধিত তেলের দর ব্যারেল প্রতি প্রায় ৬০ ডলার বেড়েছে। বিগত ১২ দিনেই ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর প্রায় ৩০ ডলার বেড়ে গিয়েছে। ২০০৮-এর পর থেকে এটাই সর্বোচ্চ!

Crude Oil Price Hike: অশোধিত তেল ১২ দিনে বাড়ল ৩০ ডলার, শীঘ্রই ছাড়াতে পারে ১৮৫ ডলারের গণ্ডি!
  • 3/9

এদিকে ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর বাড়লেও দেশের বাজারে জ্বালানির দাম বিগত ৪ মাস ধরে থমকে রয়েছে। ব্রোকারেজ ফার্ম জেপি মরগানের মতে, এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারি তেল সংস্থাগুলিকে পেট্রোল, ডিজেলের দাম লিটারে অন্তত ৯-১২ টাকা বাড়াতে হবে।

Advertisement
Crude Oil Price Hike: অশোধিত তেল ১২ দিনে বাড়ল ৩০ ডলার, শীঘ্রই ছাড়াতে পারে ১৮৫ ডলারের গণ্ডি!
  • 4/9

বর্তমান পরিস্থিতির নিরিখে পেট্রোল, ডিজেলের দাম আগামী ১১ দিনের মধ্যে ১২ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ১১.৬৭ ডলার বা প্রায় ১০ শতাংশ বেড়ে ১২৯.৭৮ ডলারে দাঁড়িয়েছে।

Crude Oil Price Hike: অশোধিত তেল ১২ দিনে বাড়ল ৩০ ডলার, শীঘ্রই ছাড়াতে পারে ১৮৫ ডলারের গণ্ডি!
  • 5/9

ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর বৃদ্ধির পাশাপাশি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও (WTI) ব্যারেল প্রতি ১০.৮৩ ডলার বা ৯.৪ শতাংশ বেড়ে ১২৬.৫১ ডলার হয়েছে। 

Crude Oil Price Hike: অশোধিত তেল ১২ দিনে বাড়ল ৩০ ডলার, শীঘ্রই ছাড়াতে পারে ১৮৫ ডলারের গণ্ডি!
  • 6/9

বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের প্রবণতা অনুযায়ী দেশীয় বাজারে ডিজেল ও পেট্রোলের খুচরা দাম বাড়ে বা কমে। নভেম্বর থেকে অপরিশোধিত তেলের দর বর্তমানে ৫৮ শতাংশের বেশি বেড়েছে। ফলে এর প্রভাব দেশের পেট্রোল, ডিজেলের খুচরা দামের উপরেও পড়তে চলেছে।

Crude Oil Price Hike: অশোধিত তেল ১২ দিনে বাড়ল ৩০ ডলার, শীঘ্রই ছাড়াতে পারে ১৮৫ ডলারের গণ্ডি!
  • 7/9

বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দর তিন মাসে ৫৮ শতাংশের বেশি বৃদ্ধির ফলে দেশীয় বাজারে পেট্রোল, ডিজেলের খুচরা দাম ৫০ শতাংশের বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Crude Oil Price Hike: অশোধিত তেল ১২ দিনে বাড়ল ৩০ ডলার, শীঘ্রই ছাড়াতে পারে ১৮৫ ডলারের গণ্ডি!
  • 8/9

ব্রোকারেজ ফার্ম জেপি মরগানও সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলেছিল যে পাঁচটি রাজ্যে চলমান বিধানসভা নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই প্রতিদিন আবার ডিজেল-পেট্রোলের দাম বাড়তে পারে।

Crude Oil Price Hike: অশোধিত তেল ১২ দিনে বাড়ল ৩০ ডলার, শীঘ্রই ছাড়াতে পারে ১৮৫ ডলারের গণ্ডি!
  • 9/9

সেই হিসাবে আগামী কয়েকদিনের মধ্যেই বাড়তে চলেছে ডিজেল-পেট্রোলের দাম। এটি আজ থেকেই শুরু হতে পারে, অথবা আগামীকাল থেকে কোম্পানিগুলি বিভাজনীয় মূল্যের পুরনো পথে ফিরে আসতে পারে।

Advertisement