scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

ব্যবসায়ীদের বড় স্বস্তি! GST ক্ষেত্রে এই কাজে আর লাগবে না CA-র অডিট

GST
  • 1/6

বার্ষিক জিএসটি রিটার্ন দাখিলের প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকার বড় ব্যবসায়ীদের  স্বস্তি দিয়েছে। এখন ৫ কোটি টাকার বেশি টার্নওভার হওয়া কারবারী পণ্য ও পরিষেবা কর (GST)-র বার্ষিক রিটার্ন স্ব-প্রত্যয়িত করতে পারবেন।  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কাছ থেকে বাধ্যতামূলক অডিট যাচাইয়ের প্রয়োজন হবে না।

GST
  • 2/6

গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ২০২০-২১ অধীনে ২ কোটির টার্নওভার আছে এমন ছাড়া অন্য সমস্ত ক্ষেত্রে বার্ষিক রিটার্ন (GSTR-9/9A) জমা করা বাধ্যতামূলক। বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস (CBIC) এ ব্যাপারে নির্দেশ  জারি করেছে।

GST
  • 3/6

এর বাইরে, ৫ কোটি টাকার বেশি টার্নওভার থাকা করদাতাদের GSTR-9C ফর্মের মধ্যে  বিবরণ জমা দেওয়া আবশ্যক ছিল। অডিটের পর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা তা যাচাই করা হত।

Advertisement
GST
  • 4/6

CBIC একটি বিজ্ঞপ্তির মাধ্যমে GST নিয়ম সংশোধন করেছে। এর আওতায়, ৫  কোটি টাকার বেশি টার্নওভার-সহ করদাতাদের বার্ষিক রিটার্ন সহ স্ব-প্রমাণিক সমাধাম বিবরণ দিতে হবে। এর জন্য CA সার্টিফিকেশন লাগবে না।

GST
  • 5/6

এর ফলে  সরকার পেশাগতভাবে  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কাছ থেকে জিএসটি অডিটের প্রয়োজনীয়তা বন্ধ করল। এখন করদাতাকে স্ব-যাচাই করতে হবে এবং বার্ষিক রিটার্ন এবং সমাধান বিবরণ নিজেকেই জমা দিতে হবে।

GST
  • 6/6

এত হাজার হাজার করদাতা স্বস্তি পাবে ঠিকই কিন্তু  ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে বার্ষিক রিটার্নের ভুলের ঝুঁকি বাড়াবে। 

Advertisement