Paytm Payments Bank-এর উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নিষেধাজ্ঞা জারির পরে আরও বিপদ বাড়ল Paytm-এর। গত ২৪ ঘণ্টায় তিনটি ধাক্কা খেল পেটিএম।
অর্থাত্ ইপিএফও বা প্রভিডেন্ট ফান্ডের টাকার আবেদন বা গ্রহণ, কিছুই করা যাবে না পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে।
যার নির্যাস, আজ অর্থাত্ শুক্রবার বড়সড় পতন হল Paytm-এর শেয়ারেও। বৃহস্পতিবার ইস্তফা দিয়েছেন পেটিএম-এর ডিরেক্টর (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) মঞ্জু আগরওয়াল।
Paytm Payments Bank নিয়ে EPFO জানিয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত কোনও লেনদেন আর করা যাবে না।
EPFO-র তরফে দেশের সমস্ত শাখা অফিসকে নির্দেশিকায় জানানো হয়েছে, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে Paytm Payments Bank-এর মাধ্যমে ইপিএফও সংক্রান্ত কোনও লেনদেনের আবেদন গ্রহণ করা যাবে না।