scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Gautam Adani Charity:নিজের জন্মদিনে ৬০ হাজার কোটি দান আদানির, কী ভাবে কাজে লাগবে?

Gautam Adani Charity
  • 1/10

২৪ জুন ৬০ বছরে পা দিলেন দুনিয়ার প্রথম ১০ ধনীদের অন্যতম ব্যবসায়ী গৌতম আদানি। জীবনের দিনে নিজের সম্পত্তির বিরাট অংশ দান করার সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৯১ সালে কেউ আদানির নামও জানত না। ২০ বছরেই নিজের ব্যবসাকে আকাশে নিয়ে গিয়েছেন গুজরাতি শিল্পপতি। 

Gautam Adani Charity
  • 2/10

আদানি গোষ্ঠীর মালিক গৌতম আদানি ঘোষণা করেছেন,৭.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ হাজার কোটি টাকা সামাজিক কাজে দান করবেন। এখনও পর্যন্ত এটাই তাঁর সবচেয়ে বেশি দান। 

Gautam Adani Charity
  • 3/10

বাবার ১০০তম পুণ্য তিথি ও নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক কাজে দানের ঘোষণা করেছেন আদানি। তিনি জানান, এই বিশাল অর্থ দেশের গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং হাতকলমে প্রশিক্ষণের প্রসারে খরচ করা হবে। 

Advertisement
Gautam Adani Charity
  • 4/10

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ঢুকে পড়েছেন গৌতম আদানি। এখন তিনি দুনিয়ার সবচেয়ে অষ্টম ধনী ব্যক্তি। তাঁর সম্পত্তির পরিমাণ ৯২.৭ মার্কিন ডলার। 

Gautam Adani Charity
  • 5/10

প্রভাবশালী শিল্পপতি হলেও গ্রামের প্রতি তাঁর আবেগ কমেনি। গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা আদানি ফাউন্ডেশন।

Gautam Adani Charity
  • 6/10

গৌতম আদানি নিজেও মাঝে মাঝে চলে যান প্রত্যন্ত গ্রামে। তাঁর সংস্থাই কর্মীর বাড়িতে কাটিয়ে আসেন। উদযাপন করেন দীপাবলি। 

Gautam Adani Charity
  • 7/10

নিজের স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যের স্কুলেও ঘুরে আসেন তিনি। প্রান্তিক বহু পড়ুয়ার পড়াশুনোর খরচ বহন করে আদানির সংস্থা। 

Advertisement
Gautam Adani Charity
  • 8/10

ভারতে দানের ক্ষেত্রে ক্ষেত্রে প্রথমেই নাম আসবে উইপ্রো চেয়ারম্যান এবং আজিম প্রেমজি ফাউন্ডেশনের আজিম প্রেমজি। ২০২১ সালে ৯৭১৩ কোটি দান করেছিলেন এই শিল্পপতি। 

Gautam Adani Charity
  • 9/10

আদানির প্রশংসায় প্রেমজি জানান,'গৌতম আদানি এবং তাঁর পরিবারের জনহিতৈষী চিন্তাভাবনা নজির তৈরি করেছে। মহাত্মা গান্ধীর মতো জীবননীতি সকলের অনুসরণ করা উচিত।'

Gautam Adani Charity
  • 10/10

গত ৩ বছরে ভারতের শিল্পপতিদের মধ্যে সর্বাধিক দান করেছেন আজিম প্রেমজি। তাঁর দানের পরিমাণ ১৮,০৭০ কোটি টাকা। এরপর শিব নাদর, মুকেশ অম্বানি ও কুমার মঙ্গলম বিড়লা যথাক্রমে ২৮৮৪ কোটি, ১৪৩৭ কোটি এবং ৭৩২ কোটি দান করেছেন। ৫৪৬ কোটি দান করেছেন নন্দন নীলকনি। 

Advertisement