scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Gold, Silver Price Drop: ধারাবাহিক পতনে প্রায় ১৮০০ টাকা সস্তা হল সোনা! আজকের দর কত?

Gold, Silver Price Drop: ধারাবাহিক পতনে প্রায় ১৮০০ টাকা সস্তা হল সোনা! আজকের দর কত?
  • 1/8

Gold Silver Rate: গত কয়েকদিন ধরে ক্রমাগত কমছে সোনা-রূপার দাম। ৭ অক্টোবর থেকে ধারাবাহিক পতনে প্রায় ১৮০০ টাকা সস্তা হয়েছে সোনা। সস্তায় সোনার গয়না বা কয়েন কেনার এটাই সেরা সময়।

Gold, Silver Price Drop: ধারাবাহিক পতনে প্রায় ১৮০০ টাকা সস্তা হল সোনা! আজকের দর কত?
  • 2/8

২৪ ক্যারেট সোনার দাম ৬ অক্টোবর এই মাসে তার সর্বোচ্চ ৫১,৮৩৮ টাকার স্তরে পৌঁছেছিল। কিন্তু তার পর থেকেই ক্রমাগত কমছে এই মূল্যবান ধাতুর দাম। দীপাবলির দিন সোনা-রুপো কেনা শুভ বলে মনে করা হয়। কেনার আগে চলুন জেনে নেওয়া যাক মূল্যবান ধাতু দু’টির সর্বশেষ দর...

Gold, Silver Price Drop: ধারাবাহিক পতনে প্রায় ১৮০০ টাকা সস্তা হল সোনা! আজকের দর কত?
  • 3/8

ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (IBJA) দেওয়া তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে ক্রমাগত দাম পড়ার ফলে ২৪ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ১,৭৭৬ টাকা কমে ৫০,০৬২ টাকা হয়েছে।

Advertisement
Gold, Silver Price Drop: ধারাবাহিক পতনে প্রায় ১৮০০ টাকা সস্তা হল সোনা! আজকের দর কত?
  • 4/8

দীপাবলির দিনে, সোমবারও সোনা-রুপোর দামে পতন হয়েছে। মাসের শুরুতে প্রায় ৫২,০০০ টাকায় (৫১,৮৩৮ টাকা) লেনদেন করা ২৪ ক্যারেট সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে ৫০,০৬২ টাকায় লেনদেন করছে।

Gold, Silver Price Drop: ধারাবাহিক পতনে প্রায় ১৮০০ টাকা সস্তা হল সোনা! আজকের দর কত?
  • 5/8

এদিকে রুপোর দামও তার এ মাসের সর্বোচ্চ দর ৬১,০৩৪ টাকার স্তর থেকে নামতে নামতে সোমবার প্রতি কেজিতে ৫৫,৫৫৫ টাকায় লেনদেন করছে। ৭ অক্টোবর থেকে ধারাবাহিক পতনে রুপোর দাম কেজিতে ৫,৪৭৯ টাকা কমেছে।

Gold, Silver Price Drop: ধারাবাহিক পতনে প্রায় ১৮০০ টাকা সস্তা হল সোনা! আজকের দর কত?
  • 6/8

দেশের বাজারে আজ যেখানে সোনা-রুপোর দাম কিছুটা কমেছে, সেখানে আন্তর্জাতিক বাজারে ডলারের ঊর্ধ্বমুখী গতি সোনা আর রুপোর দর পতনের উপর প্রভাব ফেলছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Gold, Silver Price Drop: ধারাবাহিক পতনে প্রায় ১৮০০ টাকা সস্তা হল সোনা! আজকের দর কত?
  • 7/8

এবার জেনে নেওয়া যাক দেশের কোন বড় শহরে আজ কত যাচ্ছে সোনার দাম। দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রামে ৫২,৪৫০ টাকায় এবং ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রামে ৪৭,১৫০ টাকায়।

Advertisement
Gold, Silver Price Drop: ধারাবাহিক পতনে প্রায় ১৮০০ টাকা সস্তা হল সোনা! আজকের দর কত?
  • 8/8

মুম্বই আর কলকাতায় ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৫১,২৯০ টাকায় এবং ২২ ক্যারেট সোনা ৪৭,০৬০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দিল্লি, মুম্বই আর কলকাতার বাজারে আজ রুপোর দাম প্রতি কেজিতে ৫৭,৭০০ টাকায় লেনদেন করছে।

Advertisement