scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Gold, Silver Price Hike: ফের দাম বাড়ল সোনা, রুপোর! কেনার আগে জানুন আজকের দর

Gold, Silver Price Hike: ফের দাম বাড়ল সোনা, রুপোর! কেনার আগে জানুন আজকের দর
  • 1/8

বিশ্বজুড়ে এখন সোনা, রুপোর দামে চরম অস্থিরতা চলছে।। বিগত সপ্তাহ দুয়েকে সোনার দাম লাগাতার পড়েছে। মঙ্গলবারের পর বৃহস্পতিবার ফের দাম বাড়ল সোনার। একইসঙ্গে দামি হল রুপোও।

Gold, Silver Price Hike: ফের দাম বাড়ল সোনা, রুপোর! কেনার আগে জানুন আজকের দর
  • 2/8

বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবার সোনা ও রুপোর দাম বেড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) হলুদ ধাতুর দর আজ ফের ঊর্ধ্বমুখী হয়েছে।

Gold, Silver Price Hike: ফের দাম বাড়ল সোনা, রুপোর! কেনার আগে জানুন আজকের দর
  • 3/8

বৃহস্পতিবার প্রাথমিক লেনদেনে কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম ০.২০ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৫১,৮৬৯ টাকা হয়েছে। অন্যদিকে রুপোর দাম ০.১০ শতাংশ বেড়ে কেজি প্রতি ৬৮,৩৩০ টাকায় লেনদেন করছে।

Advertisement
Gold, Silver Price Hike: ফের দাম বাড়ল সোনা, রুপোর! কেনার আগে জানুন আজকের দর
  • 4/8

উল্লেখযোগ্যভাবে, ২৩ মার্চ বাজার বন্ধ হওয়ার সময় সোনার প্রতি ১০ গ্রামে ৫১,৭৬৭ টাকা ছিল আর প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৮,২৬৪ টাকা।

Gold, Silver Price Hike: ফের দাম বাড়ল সোনা, রুপোর! কেনার আগে জানুন আজকের দর
  • 5/8

সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সোনার দামে বিশেষ একটা পরিবর্তন হয়নি। কারণ, রাশিয়া ইউক্রেন সংকটের জেরে ডলারের দর বেড়েছে এবং ফলন বহু-বছরের শিখরের কাছাকাছি চলে গেছে।

Gold, Silver Price Hike: ফের দাম বাড়ল সোনা, রুপোর! কেনার আগে জানুন আজকের দর
  • 6/8

সর্বশেষ মেটাল রিপোর্ট অনুযায়ী, স্পট গোল্ডের দাম সামান্য পরিবর্তনের পর আউন্স প্রতি ১৯৪৩.৭৫ ডলারে লেনদেন করছে। এদিকে, মার্কিন সোনার ফিউচার দর ০.৪ শতাংশ বেড়ে ১৯৪৪.৪০ ডলার হয়েছে।

Gold, Silver Price Hike: ফের দাম বাড়ল সোনা, রুপোর! কেনার আগে জানুন আজকের দর
  • 7/8

উল্লেখযোগ্যভাবে, সোনার উচ্চ ফলনের জন্য সংবেদনশীল, যা অ-ফলনশীল বুলিয়ন ধরে রাখার সুযোগ খরচ বাড়িয়ে দেয়। এর পাশাপাশি, অন্যান্য ধাতুগুলির মধ্যে স্পট সিলভার আউন্স প্রতি ০.১ শতাংশ বেড়ে ২৫.০৮ ডলার হয়েছে।

Advertisement
Gold, Silver Price Hike: ফের দাম বাড়ল সোনা, রুপোর! কেনার আগে জানুন আজকের দর
  • 8/8

আজ দিল্লি, মুম্বই আর কলকাতাতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৪৭,৩৪০ টাকা। এই তিন শহরে এক কেজি রুপোর বাটের দাম হয়েছে ৬৮,৫০০ টাকা।

Advertisement