Advertisement
অর্থনীতি

Zero GST Impact on Insurance Premium: শূন্য GST, বিমার প্রিমিয়াম অনেকটা কমে যাচ্ছে? জেনে নিন আসল ফর্মুলাটা

বহু পণ্যের দাম কমে যেতে পারে
  • 1/11

GST র স্ল্যাব অনেকটা কমিয়ে সাধারণ মানুষকে উত্‍সবের বড় উপহার দিয়েছে মোদী সরকার। বহু পণ্যের দাম কমে যেতে পারে। সরকারি ডেটা অনুযায়ী, এই সিদ্ধান্তের জেরে ৪৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় কমে যাবে কেন্দ্রের। রাজ্যগুলিতেও রাজস্ব আদায়ে প্রভাব পড়বেই। আম আদমির কাছে আরও স্বস্তির খবর হল, জীবনবিমা বা টার্ম লাইফ ইন্সিওর‍্যান্স ও স্বাস্থ্যবিমায় GST শূন্য করে দেওয়া হল। 
 

বিমার প্রিমিয়ামের টাকা কমবে?
  • 2/11

আগামী ২২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিমা ও জীনবিমায় কোনও জিএসটি থাকবে না। এতদিন এই বিমাগুলির প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি ছিল। এখন প্রশ্ন হল, এর জেরে কি বিমার প্রিমিয়ামের টাকা কমবে? যদি কমে যায়, কত টাকা কমতে পারে?

বোঝা যাবে ২২ সেপ্টেম্বরের পরেই
  • 3/11

জিএসটি কাউন্সিল আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য ও জীবনবিমার সব ধরনের প্রিমিয়ামকে ১৮ শতাংশ কর থেকে ছাড় দিয়েছে। এর মধ্যে রয়েছে ইউএলআইপি (ULIP), রাইডার এবং ফ্যামিলি ফ্লোটার প্ল্যানও। কাগজেকলমে এতে বিমা গ্রাহকদের প্রিমিয়াম খরচ প্রায় পাঁচভাগের একভাগ কমে যেতে পারে।
 

Advertisement
বাস্তবে চিত্রটা একটু আলাদা
  • 4/11

কিন্তু বাস্তবে চিত্রটা একটু আলাদা। বিমা সংস্থাগুলি আর ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) ব্যবহার করতে পারবে না। ফলে তাদের পরিচালন খরচ বেড়ে যাবে। এই বাড়তি চাপ সামাল দিতে অনেক সংস্থা হয়তো মূল প্রিমিয়ামের দাম বাড়িয়েও দিতে পারে।
 

জিএসটি ছাড় খুব ভাল পদক্ষেপ
  • 5/11

আর্থিক উপদেষ্টা সংস্থা ফাইনপ্রিন্টের বক্তব্য, জিএসটি ছাড় খুব ভাল পদক্ষেপ। কিন্তু পলিসি হোল্ডারা যেন আশা না করেন, তাঁদের প্রিমিয়াম একধাক্কায় ১৮ শতাংশ কমে যাবে।
 

ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) সুবিধাও উঠে গেল
  • 6/11

তারা আরও জানাচ্ছে, জিএসটি তুলে দেওয়ার ফলে ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) সুবিধাও উঠে গেল। এতদিন বিমা সংস্থাগুলি কমিশন, অফিস ভাড়া ইত্যাদি খরচের উপর যে কর দিত, তা আইটিসি-র মাধ্যমে সমন্বয় করতে পারত। এখন সেই খরচ সরাসরি তাদের হিসাবের খাতায় চাপবে।
 

খরচ জুড়ে যাবে প্রিমিয়ামেও
  • 7/11

সেই খরচ জুড়ে যাবে প্রিমিয়ামেও। বিশেষজ্ঞরা মনে করছেন, ITC লোকসানের জেরে স্বাস্থ্যবিমার প্রিমিয়াম বাড়তে পারে ৩ থেকে ৫ শতাংশ। জীবনবিমার প্রিমিয়াম বাড়তে পারে ০.৫ থেকে ১.৫ শতাংশ।
 

Advertisement
প্রিমিয়ামের হার বাড়ানোর সম্ভাবনাই বেশি
  • 8/11

অর্থাত্‍ ৫ হাজার টাকা প্রিমিয়াম হলে, তা বেড়ে ৫ হাজার ২৫০ টাকা হয়ে যাবে। যেসব বিমা সংস্থার অফলাইন ডিস্ট্রিবিউশনে খরচ বেশি,তারা মূল প্রিমিয়ামের হার বাড়ানোর সম্ভাবনাই বেশি। অন্যদিকে, যেসব সংস্থা মূলত ডিজিটাল মাধ্যমে কাজ করে, তারা তুলনামূলকভাবে বেশি চাপ নিজেরাই সামলাতে পারবে।
 

 বড়সড় পরিবর্তন আনার মতো নয়
  • 9/11

দ্য ফাইনপ্রিন্ট-এর বক্তব্য, খুচরো গ্রাহকদের ক্ষেত্রে প্রকৃত সাশ্রয় দাঁড়াবে প্রায় ৮ থেকে ১০ শতাংশের মধ্যে। খরচ কিছুটা কমাতে এটা যথেষ্ট, তবে চাহিদায় বড়সড় পরিবর্তন আনার মতো নয়।

শুধুমাত্র ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল পলিসির উপরে
  • 10/11

আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, জিএসটি ছাড় রয়েছে শুধুমাত্র ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল পলিসির উপরে। গ্রুপ পলিসি বা কোম্পানি কর্মীদের যে স্বাস্থ্যবিমা প্রদান করে, তাতে কিন্তু ১৮ শতাংশ জিএসটি বজায় থাকছে। 
 

বোঝা যাবে ২২ সেপ্টেম্বরের পরেই
  • 11/11

তবে হ্যাঁ, জিএসটি শূন্য মানে একধাক্কায় ১৮ শতাংশ প্রিমিয়াম কমে যাবে, এই ধারণা ভুল। ঠিক কী অঙ্ক দাঁড়াবে, তা বোঝা যাবে ২২ সেপ্টেম্বরের পরেই।

Advertisement