আন্তর্জাতিক মহিলা দিবসে আপনার জীবনের গুরুত্বপূর্ণ মানুষটিকে দিন কিছু অতি প্রয়োজনীয় উপহার। মা, স্ত্রী, বোন, মেয়ে, বান্ধবী কিংবা প্রেমিকা, এই বিশেষ উপহারটি দিতেই পারেন আজকের দিনটিকে। অর্থ সব নয়, কিন্তু আর্থিক সমর্থন কিন্তু দরকার প্রতিটি ক্ষেত্রেই।
স্বাস্থ্য বিমা- বর্তমান সময়ে স্বাস্থ্য সুরক্ষা না থাকলে খুব সমস্যার। তাই ভালবাসার মানুষটির জন্য একটি স্বাস্থ্য বিমা উপহার দিতে পারেন। আপনার খেয়াল রাখার দিকটিও সেই মানুষটির কাছে অন্য পাওয়া। যদি একই পরিবারের মহিলাদের স্বাস্থ্য বিমা করতে চান তাহলে গ্রুপ বিমাও করাতে পারেন।
মিউচুয়াল ফান্ড- প্রতি মাসে ২ থেকে ৪ হাজার টাকা দিয়ে একটি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করতেই পারেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ মানুষটির জন্য। যার জন্য করবেন তিনি যদি চাকুরিরতা হন তাহলে এটি কিন্তু ট্যাক্স সেভিংস এরও বড় জায়গা।
চাইল্ড পলিসি- মেয়ের উচ্চশিক্ষার জন্য এই চাইল্ড পলিসি আজকেই উপহার দিন মেয়েকে। কোনও বিমা সংস্থায় এই সুবিধা উপলব্ধ করতে পারবেন৷ প্রতি বছর অল্প করে কিছু টাকা রাখলেই মেয়ে বড় হয়ে গেলে ওর হাতে তুলে দিতে পারবেন বড় পরিমাণ অর্থ।
সুকন্যা সমৃদ্ধি যোজনা- আন্তর্জাতিক মহিলা দিবসে আপনার ছোট্ট মেয়েটিকে দিতে পারেন এই অ্যাকাউন্ট। কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন অনেকেই। মাত্র ২৫০ টাকার বিনিময়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা রাখতে পারবেন।
এফডি কিংবা পিপিএফ- বাড়ির মহিলাদের এই আর্থিক সমর্থনটি দিতেই পারেন আপনি। আজকের দিনে একটি ফিক্সড ডিপোজিট করে দিন। দীর্ঘদিন পর বিপুল অর্থমূল্যে ফেরত পাওয়ার আশা রয়েছে।
রিটায়ারমেন্ট ফান্ড- স্ত্রীর জন্য যে কোনও বিমা সংস্থায় এই রিটায়ারমেন্ট ফান্ডটি খুলতে পারেন। আগামী দিনে আর্থিক সুরক্ষা দিতে এই স্কিমের জুড়ি মেলা ভার। বছরে খুব অল্প প্রিমিয়াম দিয়েই এর সুযোগ সুবিধা নেওয়া যায়। এখন থেকে শুরু করলে ৬০ বছর বয়সের পর অনেকটাই সুবিধা পাবেন আপনার স্ত্রী।