এপ্রিল মাসে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশ বেড়েছে এবং এটি অপরিশোধিত দামের ক্ষেত্রে ধারাবাহিক উত্থানের পঞ্চম মাস। ভারতীয় বাজারে অপরিশোধিত তেলের দর এখন ব্যারেল প্রতি প্রায় ১০৩ ডলারে পৌঁছেছে। এর ফলে অভ্যন্তরীণ জ্বালানীর হার নিয়ে রাজনৈতিক চাপানউতর আরও তীব্র হয়েছে।
বিগত এক মাসেরও বেশি সময় ধরে দাম কমার নাম নেই জ্বালানির। গত ২২ মার্চ থেকে বাড়তে শুরু করেছে পেট্রোল, ডিজেলের দাম। ওই সময় থেকে পেট্রোল, ডিজেলের দাম ১৪ দফায় বেড়েছে।
শুক্রবার IOCL সিএনজি, পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে আজ নিয়ে টানা ২৩তম দিনেও জ্বালানির দাম বাড়ানো হয়নি। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…
মুম্বইয়ে শুক্রবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১২০ টাকা ৫১ পয়সা আর ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা।
এই চার মহানগর ছাড়াও লখনউতে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৬ টাকা ৮৩ পয়সা।
পটনাতে শুক্রবার পেট্রোল প্রতি লিটারে ১১৬ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ১০১ টাকা ০৬ পয়সা।