আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম ৯২ ডলার ছাড়িয়েছে। গত ৭ বছরের মধ্যে এই দর সর্বোচ্চ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জোগানের অভাবে এই দর আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবারও দেশে পেট্রোল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। এই টানা ৯৭তম দিন দেশের পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত রইল। তবে তা সত্ত্বেও মুম্বই, কলকাতা, হায়দরাবাদের মতো শহরে ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোলের দর।
চলতি সপ্তাহেই পাঁচ রাজ্যে ভোট শুরু হচ্ছে। নির্বাচনের কারণে জ্বালানির খুচরা দাম অপরিবর্তিত রয়েছে বলে মনে করছেন অনেকেই। বৃহস্পতিবার IOCL পেট্রোল ও ডিজেলের নতুন দর জারি করেছে। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…
মুম্বইয়ে বৃহস্পতিবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।
এই চার মহানগর ছাড়াও হায়দরাবাদে আজ এক লিটার পেট্রোলের দাম ১০৮ টাকা ২০ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৬২ পয়সা প্রতি লিটার।
চণ্ডীগড়ে বৃহস্পতিবার এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা প্রতি লিটার।