আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল অগ্নিমূল্য! সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অপরিশোধিত তেলের দর আগামী সপ্তাহে আরও বাড়তে পারে। ব্রেন্ট ক্রুড তেলের ব্যারেল প্রতি ফিউচার দর আর WTI-এ অপরিশোধিত তেলের দর এখন তার ৭ বছরের সর্বোচ্চ স্তরে রয়েছে।
সরকারি তেল সংস্থাগুলি আজও পেট্রোল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি। ফলে দেশজুড়ে আজও জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে। এদিকে গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র-সহ দেশের একাধিক রাজ্যে পেট্রোলের দাম এখনও ১০০ টাকার উপরে থমকে রয়েছে।
বুধবারও দেশে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় এই নিয়ে টানা ১০৩তম দিন দেশের পেট্রোল, ডিজেলের দাম থমকে রইল। বুধবার IOCL পেট্রোল ও ডিজেলের নতুন দর জারি করেছে। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…
এই চার মহানগর ছাড়াও পটনায় আজ পেট্রোল প্রতি লিটার ১০৫ টাকা ৯০ পয়সা এবং ডিজেল প্রতি লিটার ৯১ টাকা ০৯ পয়সা।
গান্ধীনগরে বুধবার এক লিটার পেট্রোলের দাম ৯৫ টাকা ৩৫ পয়সা আর ডিজেলের দাম ৮৯ টাকা ৩৩ পয়সা প্রতি লিটার।