রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর সাত বছরের সর্বোচ্চে স্তরে পৌঁছেছে। এর জেরে আমেরিকা, পাকিস্তান সহ বহু দেশে পেট্রোলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে পেট্রোল, ডিজেলের দাম স্থিতিশীল থাকলেও মার্চ মাসে তা ব্যাপকভাবে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সারা দেশে পেট্রোল, ডিজেলের দামে শেষ পরিবর্তন হয়েছিল গত বছরের ৪ নভেম্বর।
শুক্রবারও দেশে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় এই নিয়ে টানা ১০৬তম দিন দেশের পেট্রোল, ডিজেলের দাম থমকে রইল। শুক্রবার সকালে IOCL পেট্রোল ও ডিজেলের নতুন দর জারি করেছে। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…
এই চার মহানগর ছাড়াও অমৃতসরে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৫ টাকা ৫৩ পয়সা আর ডিজেলের দাম ৮৪ টাকা ৩৩ পয়সা প্রতি লিটার।
নয়ডায় শুক্রবার পেট্রোল প্রতি লিটারে ৯৫ টাকা ৭৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৭ টাকা ২১ পয়সা।