বিশ্ব বাজারে জোগান নিয়ে উদ্বেগের মধ্যেই অপরিশোধিত তেলের দর বেশ কিছুটা বেড়েছে। মঙ্গলবার তেলের দাম ব্যারেল প্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে, যা প্রায় সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ!
গত ৭ দিনে ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ব্যারেল প্রতি ৫ ডলার বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান তেল আমদানির উপর নিষেধাজ্ঞার জন্য যে চাপ দিচ্ছে যা অপরিশোধিত তেলের সরবরাহকে শক্ত করবে। এদিকে বাজারে পেট্রোল-ডিজেলের দাম কমার অপেক্ষায় রয়েছেন দেশের সাধারণ মানুষ।
বুধবার IOCL সিএনজি, পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। আজও অপরিবর্তিত রয়েছে পেট্রোল, ডিজেলের দাম। এই নিয়ে ৪২ দিন ধরে দেশের বাজারে পেট্রোল, ডিজেলের দর স্থিতিশীল রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…
এই চার মহানগর ছাড়াও নয়ডায় আজ এক লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ৪৭ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ০৩ পয়সা প্রতি লিটার।
পটনাতে বুধবার পেট্রোল প্রতি লিটারে ১১৬ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ১০১ টাকা ০৬ পয়সা।