বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ফের ঊর্ধ্বমুখী। ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি ১০৬.১০ ডলার ছুঁয়েছে। গত এক সপ্তাহে ৫ ডলার বেড়েছে অশোধিত তেলের দর। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও একশো পেরিয়েছে।
এদিকে এক মাসেরও বেশি সময় ধরে দেশের বাজারে ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোলের দর। দেশের বেশ কিছু শহরে ডিজেলের দামও দামও একশো পেরিয়েছে। তেলের দাম কমবে কবে, এই অপেক্ষায় দিন গুণছেন আম জনতা।
বৃহস্পতিবার IOCL সিএনজি, পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। আজও বাড়েনি পেট্রোল, ডিজেলের দাম। এই নিয়ে ২২ দিন ধরে দেশের বাজারে জ্বালানির দর থমকে রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…
মুম্বইয়ে বৃহস্পতিবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১২০ টাকা ৫১ পয়সা আর ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা।
এই চার মহানগর ছাড়াও লখনউতে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৬ টাকা ৮৩ পয়সা।
রাঁচিতে বৃহস্পতিবার পেট্রোল প্রতি লিটারে ১০৮ টাকা ৭১ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ১০২ টাকা ০২ পয়সা।