scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Ajker Petrol, Diesel Dam: পেট্রোল-ডিজেলের দর বাড়তে পারে ৩০% পর্যন্ত! আজ জ্বালানির দাম কোথায় কত?

Ajker Petrol, Diesel Dam: পেট্রোল-ডিজেলের দর বাড়তে পারে ৩০% পর্যন্ত! আজ জ্বালানির দাম কোথায় কত?
  • 1/10

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে অপরিশোধিত তেল অগ্নিমূল্য। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলার অতিক্রম করেছে।

Ajker Petrol, Diesel Dam: পেট্রোল-ডিজেলের দর বাড়তে পারে ৩০% পর্যন্ত! আজ জ্বালানির দাম কোথায় কত?
  • 2/10

দেশের বাজারে জ্বালানির দাম চার মাস ধরে থমকে থাকলেও গত ৩ মাসে ব্যারেল প্রতি ৪০ ডলার বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এই কারণেই, ভারতে শীঘ্রই পেট্রোল, ডিজেলের দাম বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

Ajker Petrol, Diesel Dam: পেট্রোল-ডিজেলের দর বাড়তে পারে ৩০% পর্যন্ত! আজ জ্বালানির দাম কোথায় কত?
  • 3/10

শীঘ্রই পেট্রোল, ডিজেলের দাম লিটার প্রতি ৩০ টাকারও বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার IOCL পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। আজও দেশে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…

Advertisement
Ajker Petrol, Diesel Dam: পেট্রোল-ডিজেলের দর বাড়তে পারে ৩০% পর্যন্ত! আজ জ্বালানির দাম কোথায় কত?
  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৬ টাকা ৬৭ পয়সা।

Ajker Petrol, Diesel Dam: পেট্রোল-ডিজেলের দর বাড়তে পারে ৩০% পর্যন্ত! আজ জ্বালানির দাম কোথায় কত?
  • 5/10

মুম্বইয়ে শুক্রবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা। 

Ajker Petrol, Diesel Dam: পেট্রোল-ডিজেলের দর বাড়তে পারে ৩০% পর্যন্ত! আজ জ্বালানির দাম কোথায় কত?
  • 6/10

কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

Ajker Petrol, Diesel Dam: পেট্রোল-ডিজেলের দর বাড়তে পারে ৩০% পর্যন্ত! আজ জ্বালানির দাম কোথায় কত?
  • 7/10

শুক্রবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪০ পয়সা আর ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।

Advertisement
Ajker Petrol, Diesel Dam: পেট্রোল-ডিজেলের দর বাড়তে পারে ৩০% পর্যন্ত! আজ জ্বালানির দাম কোথায় কত?
  • 8/10

এই চার মহানগর ছাড়াও ধানবাদে আজ পেট্রোল প্রতি লিটার ৯৮ টাকা ৪৪ পয়সা এবং ডিজেল প্রতি লিটার ৯১ টাকা ৪৭ পয়সা।

Ajker Petrol, Diesel Dam: পেট্রোল-ডিজেলের দর বাড়তে পারে ৩০% পর্যন্ত! আজ জ্বালানির দাম কোথায় কত?
  • 9/10

নয়ডায় শুক্রবার পেট্রোল প্রতি লিটারে ৯৫ টাকা ৭৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৭ টাকা ২১ পয়সা।

Ajker Petrol, Diesel Dam: পেট্রোল-ডিজেলের দর বাড়তে পারে ৩০% পর্যন্ত! আজ জ্বালানির দাম কোথায় কত?
  • 10/10

অমৃতসরে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৫ টাকা ৫৩ পয়সা আর ডিজেলের দাম ৮৪ টাকা ৩৩ পয়সা প্রতি লিটার।

Advertisement