রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে অপরিশোধিত তেল অগ্নিমূল্য। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলার অতিক্রম করেছে।
দেশের বাজারে জ্বালানির দাম চার মাস ধরে থমকে থাকলেও গত ৩ মাসে ব্যারেল প্রতি ৪০ ডলার বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এই কারণেই, ভারতে শীঘ্রই পেট্রোল, ডিজেলের দাম বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
শীঘ্রই পেট্রোল, ডিজেলের দাম লিটার প্রতি ৩০ টাকারও বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার IOCL পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। আজও দেশে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…
এই চার মহানগর ছাড়াও ধানবাদে আজ পেট্রোল প্রতি লিটার ৯৮ টাকা ৪৪ পয়সা এবং ডিজেল প্রতি লিটার ৯১ টাকা ৪৭ পয়সা।
নয়ডায় শুক্রবার পেট্রোল প্রতি লিটারে ৯৫ টাকা ৭৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৭ টাকা ২১ পয়সা।