Advertisement
অর্থনীতি

Ajker Petrol, Diesel Dam: অশোধিত তেল ১৪ বছরের সর্বোচ্চ উচ্চতায়, আজ কত পেট্রোল-ডিজেলের দাম?

  • 1/10

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে অপরিশোধিত তেলের দর ১৪ বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। হু হু করে বেড়ে চলেছে দাম। ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর বর্তমানে বেড়ে ব্যারেল প্রতি ১৩০ ডলার অতিক্রম করেছে।

  • 2/10

গত ৩ মাসে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৭০ ডলার বাড়লেও ভারতের বাজারে পেট্রোল, ডিজেলের খুচরো দাম চার মাস ধরে এক পয়সাও বাড়েনি। এই ক্ষতি পুরণ করতে সরকারি তেল সংস্থাগুলিকে হয়তো আগামী সপ্তাহ থেকেই পেট্রোল, ডিজেলের দাম লিটারে অন্তত ১২-১৫ টাকা বাড়াতে হতে পারে।

  • 3/10

আজ নিয়ে টানা ১২৫তম দিনে পেট্রোল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। পাঁচ রাজ্যের ভোটের শেষে কবে থেকে বাড়তে চলেছে ডিজেল-পেট্রোলের দাম, এই নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…

Advertisement
  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৬ টাকা ৬৭ পয়সা।

  • 5/10

মুম্বইয়ে বুধবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।

  • 6/10

কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

  • 7/10

বুধবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪০ পয়সা আর ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।

Advertisement
  • 8/10

এই চার মহানগর ছাড়াও চণ্ডীগড়ে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা প্রতি লিটার।

  • 9/10

হায়দরাবাদে বুধবার এক লিটার পেট্রোলের দাম ১০৮ টাকা ২০ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৬২ পয়সা প্রতি লিটার।

  • 10/10

গুয়াহাটিতে আজ পেট্রোল প্রতি লিটারে ৯৪ টাকা ৫৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮১ টাকা ২৯ পয়সা।

Advertisement