জোগান নিয়ে উদ্বেগের কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দর ফের বেড়েছে। রাশিয়ার বিরুদ্ধে তেল রফতানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা সহ ইউরোপীয় ইউনিয়ন এখনও তার কিছু কঠোর পদক্ষেপের প্রস্তাব করার পরে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে অপরিশোধিত তেলের দর গতকাল ২.২% বেড়েছে।
এদিকে বিগত এক মাসেরও বেশি সময় ধরে দেশের বাজারে ১০০ টাকার উপরেই থমকে রয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দামও দেশের অনেক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে। তেলের দাম কমার অপেক্ষায় দিন গুণছেন সাধারণ মানুষ।
সোমবার IOCL সিএনজি, পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। আজও বাড়েনি পেট্রোল, ডিজেলের দাম। এই নিয়ে ৩৩ দিন ধরে দেশের বাজারে পেট্রোল, ডিজেলের দর স্থিতিশীল রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…
এই চার মহানগর ছাড়াও আহমেদাবাদে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৫ টাকা ০৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৯ টাকা ৪৩ পয়সা।
পটনাতে সোমবার পেট্রোল প্রতি লিটারে ১১৬ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ১০১ টাকা ০৬ পয়সা।