অনিয়মের গুরুতর অভিযোগে অ্যাক্সিস ব্যাঙ্কে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। জানা গিয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক KYC সংক্রান্ত নিয়ম অমান্য করেছে। যার ফলে রিজার্ভ ব্যাঙ্ক এই মোটা অঙ্কের জরিমানা করেছে। রিজার্ভ ব্যাঙ্কের KYC নির্দেশনা এসেছে ২০১৬ সালে।
২০২০ সালের ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট যাচাই করে সেখানে KYC সংক্রান্ত বেশ কিছু অনিয়ম, গাফিলতি খুঁজে পায় রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তদন্ত করে দেখা গিয়েছে, ২০১৬-র KYC নির্দেশগুলি সঠিকভাবে মানেনি অ্যাক্সিস ব্যাঙ্ক।
গাফিলতি নজরে আসতেই প্রথমে নোটিশ জারি করে এই বিষয়ে অ্যাক্সিস ব্যাঙ্কের থেকে তথ্য চাওয়া হয়েছিল। ওই তথ্য পরীক্ষার পর অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়। অনিয়মের অভিযোগ প্রমাণ হতেই অ্যাক্সিস ব্যাঙ্কের উপর ২৫ লক্ষ টাকার জরিমানা চাপিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
এর আগে, রিজার্ভ ব্যাঙ্ক এনপিএ শ্রেণী বিভাগ সম্পর্কিত নিয়ম-সহ বেশ কিছু নিয়ম লঙ্ঘনের জন্য হিমাচলের সোলান ভিত্তিক ভগত আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ককে ১৫ লক্ষ টাকা জরিমানা করেছিল।
অগাস্ট মাসে, রিজার্ভ ব্যাঙ্ক 'গ্রাহকদের শিক্ষা ও সচেতনতা তহবিল প্রকল্প' সম্পর্কিত নিয়ম ভাঙার জন্য ধনলক্ষ্মী ব্যাঙ্ককে ২৭.৫ লক্ষ টাকা জরিমানা করে।