Advertisement
অর্থনীতি

Budget 2026 for Senior Citizens: বাড়িভাড়া, পেনশন, FD-তে সুদ, ২০২৬-এর বাজেটে সিনিয়র সিটিজেনদের আরও ছাড়? যা বোঝা যাচ্ছে...

প্রবীণদের আর্থিক নিরাপত্তা
  • 1/10

গত বছর অর্থাত্‍ ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে দেশের সিনিয়র সিটিজেন ও পেনশনারদের বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছিল। অবসরকালীন আয়ের ক্ষেত্রে আয়কর কাঠামোর পুনর্গঠন করা হয়েছিল। বিশেষ করে যাঁরা অবসরের পরে স্থায়ী আমানত ও বাড়িভাড়া দিয়ে আয়ের উপর নির্ভরশীল, তাঁরা সুবিধা পেয়েছেন। করছাড়ের সীমা বৃদ্ধি, নিয়ম সহজ করা এবং নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ সুবিধা, এই সব মিলিয়ে মোদী সরকার বার্ধক্যে আর্থিক নিরাপত্তা জোরদার করার একটি বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে।  সব ছবি সৌজন্য: Pexels
 

TDS-এ কী সুবিধা প্রবীণ নাগরিকদের?
  • 2/10

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, গত বাজেটে প্রবীণ নাগরিকদের সুদের আয়ের উপরে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স (TDS) সীমা বাড়ানো। ২০২৫–২৬ আর্থিক বছর থেকে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের উপর টিডিএস কাটা হবে শুধুমাত্র তখনই, যখন বার্ষিক আয় ১ লক্ষ টাকার বেশি হবে। আগে এই সীমা ছিল ৫০ হাজার টাকা। 

TDS-এ কী সুবিধা প্রবীণ নাগরিকদের?
  • 3/10

যাঁরা অবসরপ্রাপ্ত এবং মূলত সুদের আয়ের উপর নির্ভর করেন, তাঁদের জন্য এর মানে হল সারা বছর হাতে আরও বেশি টাকা থাকবে এবং কর সংক্রান্ত ঝামেলাও কমবে। অনেক প্রবীণ নাগরিক যাঁদের আয় এই সীমার মধ্যে থাকবে, তাঁদের আর নিয়মিত টিডিএস কাটার ঝামেলা বা পরে টাকা ফেরত চাওয়ার প্রয়োজন হবে না। 
 

Advertisement
TDS-এ কী সুবিধা প্রবীণ নাগরিকদের?
  • 4/10

প্রবীণ নাগরিকদের জন্য নয়া আয়কর কাঠামোতেও সুবিধা হয়েছে। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়ে বহু প্রবীণ নাগরিকও সুবিধা ভোগ করছেন। বিশেষ করে যে সব প্রবীণ নাগরিকদের বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত বা তার কম আয়, তারা একটু স্বস্তি পেয়েছেন। প্রবীণ নাগরিকদের কাছে বড় পাওনা। 

বাড়ি ভাড়া থেকে আয়
  • 5/10

অবসরের পরে যে সব প্রবীণ নাগরিক বাড়িভাড়া থেকে আয় করে মাস চালান, সেখানেও টিডিএস ২ লাখ ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হয়েছে। অতীতে বাড়িভাড়া নির্দিষ্ট সীমা ছাড়ালেই ভাড়াটেদের টিডিএস কাটতে হতো, ফলে তুলনামূলক কম ভাড়ার আয় থাকা অনেক বাড়িওয়ালার জন্য বিষয়টি জটিল হয়ে উঠত। 

বাড়ি ভাড়া থেকে আয়
  • 6/10

নতুন নিয়মে টিডিএস-এর আওতায় পড়া লেনদেনের সংখ্যা কমানো হয়েছে। যার নির্যাস, যেসব প্রবীণ নাগরিক দৈনন্দিন খরচ ও চিকিৎসার প্রয়োজন মেটাতে ভাড়ার আয়ের উপর ভরসা করেন, তাঁদের হাতে আরও বেশি নগদ টাকা থাকবে। পাশাপাশি ভাড়াটেরাও নিয়মের ঝক্কি ও কাগজপত্রের কাজ কম হওয়ায় সুবিধা পাবেন। 
 

বাড়ি ভাড়া থেকে আয়
  • 7/10

অবসরপ্রাপ্তদের কাছে দীর্ঘদিনের প্রিয় বিনিয়োগ মাধ্যম ফিক্সড ডিপোজিট (FD) এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। উদাহরণ হিসেবে, কোনও প্রবীণ নাগরিক যদি ৭.৫ শতাংশ সুদে ৩ লক্ষ টাকা FD-তে বিনিয়োগ করেন, তাহলে বছরে প্রায় ৭৫ হাজার টাকা সুদ পেতে পারেন। যদি মোট সুদের আয় নতুন ১ লক্ষ টাকার সীমার মধ্যে থাকে, তবে এই টাকার উপর কোনও টিডিএস কাটবে না। এর ফলে রিটার্ন বাড়বে এবং কর ফেরতের জন্য অপেক্ষা না করেই খরচের পরিকল্পনা করা সহজ হবে।

Advertisement
 আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমায় আরেকটু রিলিফ
  • 8/10

২০২৬ সালের বাজেটেও (Union Budget 2026) আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমায় আরেকটু রিলিফ চাইছেন প্রবীণরা। কারণ, প্রতিবছর জিনিসপত্রের দামও বাড়ছে।  পুরনো আয়কর কাঠামোয় বর্তমানে প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক করমুক্ত আয়ের সীমা ৩ লক্ষ টাকা। আর ৮০ বছর বা তার বেশি বয়সী অতিপ্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সীমা আরও বেশি। ৫ লক্ষ টাকা। 
 

 আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমায় আরেকটু রিলিফ
  • 9/10

তবে এই সুবিধাগুলি শুধুমাত্র পুরনো কর ব্যবস্থার ক্ষেত্রেই প্রযোজ্য। নতুন কর ব্যবস্থায় করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৪ লক্ষ টাকা করা হয়েছে। এখন জল্পনা, আসন্ন বাজেটে সরকার পুরনো কর ব্যবস্থাতেও কিছু পরিবর্তন আনতে পারে। কারণ গত দু’বছর ধরে এই ব্যবস্থায় তেমন কোনও বদল করা হয়নি।
 

 বয়সসীমা কমিয়ে ৭০ বছর
  • 10/10

২০২৪ সালের বাজেটে ৭৫ বছর বা তার বেশি বয়সি প্রবীণদের কর সংক্রান্ত নিয়ম কিছুটা শিথিল করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংশোধিত নিয়ম অনুযায়ী, যাঁদের আয় শুধুমাত্র পেনশন ও সুদ থেকে আসে, তাঁরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে আর আয়কর রিটার্ন জমা দিতে বাধ্য নন। এর আগে আর্থিক পরামর্শদাতারা ২০২৫ সালের বাজেটে এই বয়সসীমা কমিয়ে ৭০ বছর করার প্রস্তাব দিয়েছিলেন, যাতে আরও বেশি অবসরপ্রাপ্ত মানুষ এই সুবিধা পান। ২০২৬ সালের বাজেটে সেই প্রস্তাবে অনুমোদন পেতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

Advertisement