শেয়ার মার্কেটে এমন অনেক সংস্থা থাকে যারা বিনিয়োগকারীদের প্রচুর টাকা রিটার্ন দেয়। এমনই এক সংস্থা Alkyl Amines Chemicals। বিগত ৩ বছরে এই সংস্থা বিনিয়োগকারীদের ১৪০০ শতাংশ রিটার্ন দিয়েছে। ৫ বছরে সংখ্যাটা আরও বেশি। ২৮৭৪ শতাংশ। আর গত বছরে ৩৯৩ শতাংশ রির্টান দিয়েছে।
২৭ জুলাই ২০২০ সালে Alkyl Amines Chemicals-এর শেয়ারের দাম ছিল ৯০৯.৫ টাকা। সেখানে আজ ২৬ জুলাই সোমবার এই শেয়ারের দাম ৪৪৯০ টাকা। এভাবে মাত্র এক বছরে ৩৯৩ শতাংশ রির্টান দিয়েছে বিনিয়োগকারীদের।
অর্থাৎ মাত্র একবছর আগে যদি কেউ Alkyl Amines Chemicals- এখানে ৫ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে আজ তিনি ২৪ লাখেরও বেশি টাকার মালিক।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, Alkyl Amines Chemicals-তে বিনিয়োগকারীদের এত রিটার্ন পাচ্ছেন তার প্রধান কারণ, করোনা। বিভিন্ন সংস্থা করোনার টিকা বানাচ্ছে। আর সেখানে কেমিক্যাল যোগান দিচ্ছে এই সংস্থা। যার জেরে তারা ব্যাপক লাভবান হচ্ছে।
এই কোম্পানি ২০২১ সালের মার্চে ৯২.৬০ কোটি টাকা উপার্জন করেছিল। অথচ এক বছর আগে উপার্জন করেছিল মাত্র ৪৯.২১ কোটি টাকা