scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

৫ বছরে বিনিয়োগকারীরা পেলেন ২৮৭৪ % রিটার্ন, জানুন এই শেয়ার সম্পর্কে

শেয়ার মার্কেট
  • 1/6

শেয়ার মার্কেটে এমন অনেক সংস্থা থাকে যারা বিনিয়োগকারীদের প্রচুর টাকা রিটার্ন দেয়। এমনই এক সংস্থা Alkyl Amines Chemicals। বিগত ৩ বছরে এই সংস্থা বিনিয়োগকারীদের ১৪০০ শতাংশ রিটার্ন দিয়েছে। ৫ বছরে সংখ্যাটা আরও বেশি। ২৮৭৪ শতাংশ। আর গত বছরে ৩৯৩ শতাংশ রির্টান দিয়েছে। 

শেয়ার মার্কেট
  • 2/6

২৭ জুলাই ২০২০ সালে Alkyl Amines Chemicals-এর শেয়ারের দাম ছিল ৯০৯.৫ টাকা। সেখানে আজ ২৬ জুলাই সোমবার এই শেয়ারের দাম ৪৪৯০ টাকা। এভাবে মাত্র এক বছরে ৩৯৩ শতাংশ রির্টান দিয়েছে বিনিয়োগকারীদের। 

শেয়ার মার্কেট
  • 3/6

অর্থাৎ মাত্র একবছর আগে যদি কেউ  Alkyl Amines Chemicals- এখানে ৫ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে আজ তিনি ২৪ লাখেরও বেশি টাকার মালিক। 

Advertisement
শেয়ার মার্কেট
  • 4/6

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, Alkyl Amines Chemicals-তে বিনিয়োগকারীদের এত রিটার্ন পাচ্ছেন তার প্রধান কারণ, করোনা। বিভিন্ন সংস্থা করোনার টিকা বানাচ্ছে। আর সেখানে কেমিক্যাল যোগান দিচ্ছে এই সংস্থা। যার জেরে তারা ব্যাপক লাভবান হচ্ছে।

শেয়ার মার্কেট
  • 5/6

এই কোম্পানি ২০২১ সালের মার্চে ৯২.৬০ কোটি টাকা উপার্জন করেছিল। অথচ এক বছর আগে উপার্জন করেছিল মাত্র ৪৯.২১ কোটি টাকা

শেয়ার মার্কেট
  • 6/6

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, করোনার কারণে অটো-মোবাইল, বস্ত্র-সহ বিভিন্ন কোম্পানির শেয়ার মার্কেট এখন ডাউন। কিন্তু, কেমিক্যাল ও অনলাইন কোম্পানিগুলির শেয়ার হু হু করে বাড়ছে। 

Advertisement