scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Stock Market Highlights: শেয়ারবাজারে ধস! দিনের শেষে ক্ষতি সাড়ে ৩ লক্ষ কোটি টাকার

Stock Market Highlights: শেয়ারবাজারে ধস! দিনের শেষে ক্ষতি সাড়ে ৩ লক্ষ কোটি টাকার
  • 1/6

বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সূচক আজ শুরুতেই পতনের সম্মুখীন হয়। সেনসেক্স আজ ৩৮১ পয়েন্ট কমে ৫৮,৬৩৪.৬৯ পয়েন্টে খোলে। সোমবার সকাল ১০টা ১০ মিনিট নাগাদ বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স ০.১২ শতাংশ বা ৭১.২১ পয়েন্ট কমে ৫৮,৯৪৪.৬৮ পয়েন্টে ট্রেড করতে দেখা যায়।

Stock Market Highlights: শেয়ারবাজারে ধস! দিনের শেষে ক্ষতি সাড়ে ৩ লক্ষ কোটি টাকার
  • 2/6

সপ্তাহের প্রথম ট্রেডিং দিনে দেশের শেয়ারবাজারে বড়সড় ধস নামল। দুর্বল বিশ্ববাজারের দিনভরের অস্থিরতার জেরে সোমবার বাজার বন্ধের আগে সেনসেক্স সূচক অনেকটাই নেমে যায়।

Stock Market Highlights: শেয়ারবাজারে ধস! দিনের শেষে ক্ষতি সাড়ে ৩ লক্ষ কোটি টাকার
  • 3/6

সোমবার সারাদিনের লেনদেন শেষে, সেনসেক্স ৫২৫ পয়েন্ট পড়ে ৫৮,৪১৯ পয়েন্টে বন্ধ হয়। অন্যদিকে, নিফটি ১৮৮ পয়েন্ট নেমে ১৭,৩৯৭ পয়েন্টে বন্ধ হয়েছে।

Advertisement
Stock Market Highlights: শেয়ারবাজারে ধস! দিনের শেষে ক্ষতি সাড়ে ৩ লক্ষ কোটি টাকার
  • 4/6

আজকের সারাদিনের লেনদেনে সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৩টি স্টকেরই দর কমেছে। পাশাপাশি নিফটির ৫০টি স্টকের মধ্যে ৪৩টিরই দর আজ অনেকটাই পড়েছে। সোমবারের বাজারে ব্যাপক পতনের জেরে বিনিয়োগকারীদের আজ ৩.৫৩ লক্ষ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে!

Stock Market Highlights: শেয়ারবাজারে ধস! দিনের শেষে ক্ষতি সাড়ে ৩ লক্ষ কোটি টাকার
  • 5/6

আজকের লেনদেনে ধাতু এবং সরকারি খাতের ব্যাংকের শেয়ার দরে ব্যাপক পতন হয়েছে। এনএসইতে নিফটি সেক্টরাল ইনডেক্সের সবচেয়ে বড় পতন নিফটি মেটাল ইনডেক্সে ৬.৬০ শতাংশে রেকর্ড করা হয়েছিল। অন্যদিকে, নিফটি পিএসইউ ব্যাঙ্কের সূচক ৪.১৮ শতাংশে বন্ধ হয়েছে।

Stock Market Highlights: শেয়ারবাজারে ধস! দিনের শেষে ক্ষতি সাড়ে ৩ লক্ষ কোটি টাকার
  • 6/6

সোমবারের বাণিজ্যে সবচেয়ে বেশি পড়েছে টাটা স্টিলের শেয়ার দর। এ দিন টাটা স্টিলের শেয়ার দর ১০ শতাংশ পড়েছে। এছাড়া, এসবিআইয়ের শেয়ার দর ৩.৬৯ শতাংশ, ইন্ডাস ইন্ড ব্যাংকের শেয়ার দর ৩.৫০ শতাংশ, এইচডিএফসির শেয়ার দর ২.৯০ শতাংশ, ডাঃ রেড্ডির শেয়ার দর ২.৩০ শতাংশ, এমএন্ডএম-এর শেয়ার দর ২.২৫ শতাংশ পড়েছে।

Advertisement