scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Stock Market Updates: ৮৫০ পয়েন্ট উঠে ৫৮ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স!

Stock Market Updates: ৮৫০ পয়েন্ট উঠে ৫৮ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স!
  • 1/7

কেন্দ্রীয় বাজেট পেশের আগেই দুরন্ত গতিতে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার। সোমবারের প্রাথমিক লেনদেনে এক ধাক্কায় ৮৫০ পয়েন্ট বেড়ে ফের ৫৮ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স!

Stock Market Updates: ৮৫০ পয়েন্ট উঠে ৫৮ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স!
  • 2/7

সোমবার, দেশের সাধারণ বাজেট উপস্থাপনের একদিন আগে, ইতিবাচক বৈশ্বিক ইঙ্গিতের সমর্থনে বাজারটি সবুজ চিহ্নে খোলে। সেনসেক্স ৬৬৩ পয়েন্ট লাফিয়ে ৫৭,৮৬২ পয়েন্টে, যখন নিফটি ১৯৯ পয়েন্টের লাভের সাথে ১৭৩০১.৫০ পয়েন্টে খোলে।

Stock Market Updates: ৮৫০ পয়েন্ট উঠে ৫৮ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স!
  • 3/7

টানা সাত দিনের ধারাবাহিক পতনের ধাক্কা সামলে গত শুক্রবারই ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। শুক্রবারের প্রাথমিক লেনদেনে সেনসেক্স ৬৫০ পয়েন্টেরও বেশি বেড়েছিল। সোমবার শুরুটা আরও জোরদার হয়েছে।

Advertisement
Stock Market Updates: ৮৫০ পয়েন্ট উঠে ৫৮ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স!
  • 4/7

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগেই ডবল সেঞ্চুরি করে নিফটি পেরিয়েছে ১৭ হাজার ৩০০-র গণ্ডি।

Stock Market Updates: ৮৫০ পয়েন্ট উঠে ৫৮ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স!
  • 5/7

প্রায় ১৭৩৬টি শেয়ারের দর আজ প্রথমিক লেনদেনে বেড়েছে, ৪৩৯টি শেয়ারের দাম কমেছে এবং ১০৭টি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। নিফটি ব্যাঙ্ক ৪০০ পয়েন্টেরও বেশি উঠে গেছে। সর্বোচ্চ দেড় শতাংশ লাভ দেখা যাচ্ছে মিডক্যাপে।

Stock Market Updates: ৮৫০ পয়েন্ট উঠে ৫৮ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স!
  • 6/7

সোমবারের প্রথমিক লেনদেনেও আইটি স্টকগুলিতে বৃদ্ধির প্রবণতা দৃশ্যমান। আজ এজিএস ট্রানজ্যাক্ট টেকের শেয়ারের তালিকাভূক্তির দিন। ৬৮০ কোটি টাকার এই আইপিও ৭.৭৯ বার সাবস্ক্রাইব করা হয়েছে।

Stock Market Updates: ৮৫০ পয়েন্ট উঠে ৫৮ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স!
  • 7/7

আজ টাটা মোটরস, বিপিসিএল, ইন্ডিয়ান অয়েল, ইউপিএল, সান ফার্মা, ডিএলএফ, অজন্তা ফার্মা, এক্সাইড, শিপিং কর্পোরেশন, ইউকো ব্যাঙ্ক এবং জিআইসি হাউজিং ফাইন্যান্স সহ শতাধিক কোম্পানির বার্ষিক ফলাফল ঘোষণা করা হবে। 

Advertisement