scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Stock Market Updates: ফের চাঙ্গা শেয়ারবাজার! ৯৭৬ পয়েন্ট বেড়ে ৫৮ হাজারের গণ্ডি ছোঁয়ার পথে সেনসেক্স

Stock Market Updates: ফের চাঙ্গা শেয়ারবাজার! ৯৭৬ পয়েন্ট বেড়ে ৫৮ হাজারের গণ্ডি ছোঁয়ার পথে সেনসেক্স
  • 1/7

মঙ্গলবার সেনসেক্স ৩৭৮.৮৪ পয়েন্ট বৃদ্ধির সাথে ৫৭,১২৫.৯৮ পয়েন্টে খোলে। একই সময়ে, নিফটি ১৭,০৪৪ স্তর থেকে তার লেনদেন শুরু করেছে। এই মুহূর্তে, বেলা ১২টা ২৫ নাগাদ সেনসেক্স ৯৪১.৯২ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ বৃদ্ধির সঙ্গে লেনদেন করছে।

Stock Market Updates: ফের চাঙ্গা শেয়ারবাজার! ৯৭৬ পয়েন্ট বেড়ে ৫৮ হাজারের গণ্ডি ছোঁয়ার পথে সেনসেক্স
  • 2/7

মঙ্গলবার সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৭টি স্টকের দরই ঊর্ধ্বমুখী। টাটা স্টিল, কোটাক ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং মারুতি ঊর্ধ্বমুখী স্টকগুলিতে ২-২ শতাংশের উপরে লেনদেন করছে। সান ফার্মা, বাজাজ অটোর শেয়ার দরও বাড়ছে।

Stock Market Updates: ফের চাঙ্গা শেয়ারবাজার! ৯৭৬ পয়েন্ট বেড়ে ৫৮ হাজারের গণ্ডি ছোঁয়ার পথে সেনসেক্স
  • 3/7

মঙ্গলবার নিফটির ৫০টি স্টকের মধ্যে ৪২টি স্টকের দরই ঊর্ধ্বমুখী। হিন্দালকো, JSW স্টিল, টাটা স্টিল এবং কোটাক ব্যাঙ্কের শেয়ার দর এখন ঊর্ধ্বমুখী। সিপ্লা, টেক মাহিন্দ্রা, এয়ারটেল এবং ডিভি'স ল্যাবের শেয়ার দরে পতন জারি রয়েছে।

Advertisement
Stock Market Updates: ফের চাঙ্গা শেয়ারবাজার! ৯৭৬ পয়েন্ট বেড়ে ৫৮ হাজারের গণ্ডি ছোঁয়ার পথে সেনসেক্স
  • 4/7

মঙ্গলবারের প্রথম আড়াই ঘণ্টায় বিএসই-তে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ ৩ লক্ষ কোটি টাকা বেড়েছে। যদিও বিগত দুটি ট্রেডিং সেশনে শেয়ারবাজারে ধসের কারণে বিনিয়োগকারীদের প্রায় সাড়ে ৫ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে।

Stock Market Updates: ফের চাঙ্গা শেয়ারবাজার! ৯৭৬ পয়েন্ট বেড়ে ৫৮ হাজারের গণ্ডি ছোঁয়ার পথে সেনসেক্স
  • 5/7

গতকাল, সপ্তাহের প্রথম দিনেই বড়সড় ধসের সম্মুখীন হয় ভারতীয় শেয়ার বাজার। সোমবার দিনের শেষে ৯৪৯ পয়েন্ট পড়ে ৫৬,৭৪৭.১৪ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স।

Stock Market Updates: ফের চাঙ্গা শেয়ারবাজার! ৯৭৬ পয়েন্ট বেড়ে ৫৮ হাজারের গণ্ডি ছোঁয়ার পথে সেনসেক্স
  • 6/7

সোমবারের সারাদিনের লেনদেনে সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৮টি স্টকেরই দর পড়েছিল। পাশাপাশি, নিফটির ৫০টি স্টকের মধ্যে ৪৫টি স্টকেরই দর পড়েছে।

Stock Market Updates: ফের চাঙ্গা শেয়ারবাজার! ৯৭৬ পয়েন্ট বেড়ে ৫৮ হাজারের গণ্ডি ছোঁয়ার পথে সেনসেক্স
  • 7/7

সোমবারের সারাদিনের লেনদেনে বিনিয়োগকারীরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন। আজকের লেনদেনে বিনিয়োগকারীদের প্রায় সাড়ে ৪ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। কিন্তু সপ্তাহের দ্বিতীয় দিনে ইতিবাচক শুরুতে মঙ্গলবার লাভের আশা করছেন শেয়ার কারবারিরা।

Advertisement