scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Employment: কর্মসংস্থানের হাল ফিরল বাংলায়! দেশের বেকারত্বের হার ১১ মাসের সর্বনিম্ন

Employment: কমেছে বেকারত্বের হার; কর্মসংস্থানে দেশের তুলনায় এগিয়ে বাংলা!
  • 1/8

২০২২-২৩ আর্থিক বছরের (FY23) কেন্দ্রীয় বাজেট পেশের আগে থেকেই নতুন বছরে কমতে শুরু করে দেশের বেকারত্বের হার। করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে বাড়তে শুরু করে দেশের কর্মসংস্থানের সুযোগ।

Employment: কমেছে বেকারত্বের হার; কর্মসংস্থানে দেশের তুলনায় এগিয়ে বাংলা!
  • 2/8

‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান বলছে, দেশের বেকারত্বের হার জানুয়ারি মাসে গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন।

Employment: কমেছে বেকারত্বের হার; কর্মসংস্থানে দেশের তুলনায় এগিয়ে বাংলা!
  • 3/8

‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি মাসে দেশের বেকারত্বের হার ৬.৫৭ শতাংশে নেমে এসেছে যা ডিসেম্বরে ৭.৯১ শতাংশে পৌঁছে গিয়েছিল।

Advertisement
Employment: কমেছে বেকারত্বের হার; কর্মসংস্থানে দেশের তুলনায় এগিয়ে বাংলা!
  • 4/8

নভেম্বর-ডিসেম্বরে কাজ হারিয়েছিলেন দেশের প্রায় ৭০ লক্ষ কর্মী! তবে জানুয়ারিতে বিভিন্ন সরকারি প্রকল্পের হাত ধরে গ্রামীণ ভারতে কর্মসংস্থানের সুযোগ বাড়তেই দেশের বেকারত্বের হার অনেকটাই কমেছে। 

Employment: কমেছে বেকারত্বের হার; কর্মসংস্থানে দেশের তুলনায় এগিয়ে বাংলা!
  • 5/8

CMIE-র তথ্য বলছে, জানুয়ারিতে দেশের শহরাঞ্চলে বেকারত্বের হার ৮.১৬ শতাংশ হলেও গ্রামীণ এলাকায় এটি সর্বনিম্ন ৫.৮৪ শতাংশে ছিল। ফলে সামগ্রিক ভাবে কমেছে দেশের বেকারত্বের হার।

Employment: কমেছে বেকারত্বের হার; কর্মসংস্থানে দেশের তুলনায় এগিয়ে বাংলা!
  • 6/8

দেশের পাশাপাশি কর্মসংস্থানের হাল ফিরেছে পশ্চিমবঙ্গেও! ডিসেম্বরে বাংলার বেকারত্বের হার ছিল ৭.৩ শতাংশ যা নভেম্বরের তুলনায় ০.৬ শতাংশ বেশি। তবে সে মাসেও এ রাজ্যের কর্মসংস্থানের হাল ছিল দেশের তুলনায় কিছুটা ভাল!

Employment: কমেছে বেকারত্বের হার; কর্মসংস্থানে দেশের তুলনায় এগিয়ে বাংলা!
  • 7/8

‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি মাসে এ রাজ্যের বেকারত্বের হার ৬.৪ শতাংশ যা দেশের সামগ্রিক পরিস্থিতির তুলনায় ভাল (জানুয়ারি মাসে দেশের বেকারত্বের হার ৬.৫৭ শতাংশ)।

Advertisement
Employment: কমেছে বেকারত্বের হার; কর্মসংস্থানে দেশের তুলনায় এগিয়ে বাংলা!
  • 8/8

পশ্চিমবঙ্গেও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ফলে জানুয়ারি মাসে এ রাজ্যের বেকারত্বের হার (৬.৪ শতাংশ) ডিসেম্বরের তুলনায় প্রায় ১ শতাংশ (০.৯ শতাংশ) কমেছে। এর আগে গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাংলার বেকারত্বের হার ৬.৮ শতাংশ থেকে ১.২ শতাংশ কমে ৫.৬ শতাংশ হয়েছিল।

Advertisement