Advertisement
অর্থনীতি

Billionaire Net Worth Down: মাস্ক-জুকেরবার্গ সহ বিশ্বের তাবড় ধনীদের সম্পত্তি মুহূর্তে গায়েব, আম্বানি-আদানিদের কী অবস্থা?

বিশ্বের টপ ১০ ধনকুবেরের সম্পত্তি
  • 1/7

Billionaire Net Worth Down: বিশ্বের টপ ১০ ধনকুবেরের সম্পত্তিতে একদিনেই নেমেছে তীব্র ধস। মাত্র ২৪ ঘণ্টায় বিলিয়ন ডলারের সম্পদ গায়েব হয়ে গেছে যেন মুহূর্তে। আমেরিকার শেয়ারবাজারে হঠাৎ পতনের জেরে এলন মাস্ক, জেফ বেজোস, ল্যারি এলিসন থেকে শুরু করে ফেসবুক-মেটার সিইও মার্ক জুকারবার্গ পর্যন্ত সকলেই বড় ধাক্কা খেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন মার্ক জুকারবার্গ।

 

এলন মাস্ক
  • 2/7

এলন মাস্কের সম্পদে বড় পতন
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, বিশ্বের এক নম্বর ধনকুবের এলন মাস্কের মোট সম্পদ গত ২৪ ঘণ্টায় কমেছে ১৫.৩ বিলিয়ন ডলার। এখন তাঁর নেট ওয়ার্থ দাঁড়িয়েছে ৪৫৭ বিলিয়ন ডলারে।

 

জুকারবার্গ
  • 3/7

সবচেয়ে বেশি ক্ষতি জুকারবার্গের
ফেসবুক ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের নেট ওয়ার্থ একদিনে কমেছে ২৯.২ বিলিয়ন ডলার। এখন তাঁর সম্পদ দাঁড়িয়েছে ২৩৫ বিলিয়ন ডলারে। এই বিপুল পতনের ফলে জুকারবার্গ এখন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় পঞ্চম স্থানে নেমে গিয়েছেন।

 

Advertisement
ল্যারি এলিসন ও জেফ বেজোস
  • 4/7

ল্যারি এলিসন ও জেফ বেজোসও ক্ষতির মুখে
অরাকল কোম্পানির প্রধান ল্যারি এলিসনের নেট ওয়ার্থ কমেছে ১৯.৮ বিলিয়ন ডলার, ফলে এখন তাঁর সম্পদ দাঁড়িয়েছে ৩১৭ বিলিয়ন ডলারে। অন্যদিকে, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ ৬.৬ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ২৪৬ বিলিয়ন ডলারে।

 

বার্নার্ড আর্নল্ট ও এনভিডিয়ার জেনসেন হুয়াং
  • 5/7

আরও যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন
ফ্রান্সের বিলাসপণ্য ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট এখন ১৯৪ বিলিয়ন ডলারে সপ্তম স্থানে, সিমেট বালমার ১৮১ বিলিয়ন ডলারে অষ্টম স্থানে, এনভিডিয়ার জেনসেন হুয়াং ১৭৬ বিলিয়ন ডলারে নবম স্থানে এবং মাইকেল ডেল ১৬৫ বিলিয়ন ডলারে দশম স্থানে রয়েছেন। এঁদের প্রত্যেকের সম্পদেই এসেছে উল্লেখযোগ্য পতন।

 

দুজন ধনকুবেরের সম্পদ বেড়েছে
  • 6/7

দুই ধনকুবেরের ভাগ্য উল্টো ঘুরল
এই পতনের মাঝেও দুজন ধনকুবেরের সম্পদ বেড়েছে। গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পদ বেড়েছে ৫.৩১ বিলিয়ন ডলার, ফলে তাঁর মোট নেট ওয়ার্থ এখন ২৪৪ বিলিয়ন ডলার। অপর সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনও ৪.৯২ বিলিয়ন ডলার লাভ করেছেন, তাঁর সম্পদ বেড়ে হয়েছে ২২৮ বিলিয়ন ডলার।

 

আম্বানি ও আদানি
  • 7/7

আম্বানি ও আদানির সম্পদেও পতন
ভারতের ধনকুবেরদের অবস্থাও ভাল নয়। রিলায়্যান্সের চেয়ারম্যান মুকেশ অম্বানির নেট ওয়ার্থ কমেছে ১.৬ বিলিয়ন ডলার, এখন তা ১০৪ বিলিয়ন ডলার। অন্যদিকে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সম্পদ কমেছে ২১২ মিলিয়ন ডলার, এখন তাঁর মোট সম্পদ ৯২.৭ বিলিয়ন ডলার।

Advertisement