স্টক মার্কেটের রিটার্নআজ ১ জানুয়ারি, ২০২৬। বছরের প্রথম দিন। আর এদিনই ভারতের শেয়ারবাজারে বাম্পার লাভ। ইতিমধ্যেই বেড়েছে সেনসেক্স এবং নিফটি। বৃহস্পতিবার ১ জানুয়ারি ২০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেনসেক্স। ও দিকে নিফটিও লাফিয়েছে অনেকটাই। আর এমন পরিস্থিতিতে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে কিছু স্টক।
সেনসেক্স এবং নিফটি কেমন স্টার্ট করল?
২০২৬-এর শুরুতেই বাম্বার লাফ শেয়ারবাজারের। সেনসেক্স বেড়েছে ২২৩.৫৪ পয়েন্টে। এটি পৌঁছে গিয়েছে ৮৫৪৪.১৪ পয়েন্ট। এটি আগেরদিন শেষ করেছিল ৮৫২২০ পয়েন্টে।
ওদিকে বৃদ্ধি পেয়েছে নিফটিও। এটি গ্রিন জোনেই রয়েছে। এটি ৬৫.৭৫ পয়েন্ট বৃদ্ধি পয়েছে। যার ফলে এটি ট্রেড করছে ২৬,১৯৫.৩৫ পয়েন্টে। এটা আগের দিন ক্লোজ করেছিল ২৬,১৩৯ পয়েন্টে।
১২৮৪ স্টকে আজ তুফানি
আজ বছরের শুরুর দিনেই দারুণ এগিয়েছে কিছু স্টক। ১২৮৪টি স্টকে আজকে উঠেছে। সেখানে বিনিয়োগকারীরা লাভ করেছেন। অপরদিকে আবার ৭২৮টি সংস্থার শেয়ার আবার এদিন পড়েছে। এছাড়া ১৫১টি স্টকের ওপেনিং হয়েছে ফ্ল্যাট। তাদের দামে কোনও পরিবর্তন আসেনি।
প্রসঙ্গত, এদিন যেই সকল স্টকের দাম বেড়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল Tata Steel, Jio Financial, L&T, Reliance Industries ও Bajaj Finserv-এর মতো স্টক।
সারা পৃথিবীর শেয়ারবাজারের অবস্থা খারাপ
আজ কিন্তু সারা পৃথিবীতেই স্টক মার্কেটেরপ অবস্থা খারাপ। তবে শুধু উঠছে ভারতের মার্কেট। আমেরিকার স্টক মার্কেট আগে ট্রেডিং দিনেই রেড জোনে শেষ কছে। এশিয়ার একাধিক মার্কেটও বৃহস্পতিবার করেছে খারাপ ফল। জাপানের নিক্কেই পড়েছে ১৮৭ পয়েন্ট। হংকং-এর হ্যাং সেঙ্গ ২২৪ পয়েন্ট কমেছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার কোসপি-এর অবস্থাও ভাল নয়।
কোন কোন স্টকে বাম্পার লাভ?
Piccadilly Agro Industries Ltd-এর স্টক বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ। এছাড়া Panama Petrochem Share ১২ শতাংশ এবং SPML Infra Share ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া Supreme India Share ৩ শতাংশ, Ashol Leyland Share ১.৮০ শতাংশ, Escorts Share ১.৭ শতাংশ এবং Gujarat Gas Share ১.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া Eternal ১.৫০ শতাংশ এবং NTPC ১ শতাংশ বেড়েছে।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।