Stock Market Crash: ৩ কারণে হুড়মুড়িয়ে পড়ছে শেয়ারবাজার, কোন কোন স্টকের দামে বড় পতন?

শেয়ারবাজারে (Stock Market) বিরাট ক্র্যাশ। পরপর দুই দিন পড়ল স্টক মার্কেট। এ দিন সেনসেক্স পড়ে গিয়েছে ৫৩৩ পয়েন্ট। এই সূচক রয়েছে ৮৪,৬৭৯.৮৬ পয়েন্টে। আর নিফটি শেষ করেছে ২৫৮৬০.১০ পয়েন্টে। এটি পড়েছে ১৬৭ পয়েন্ট। আর এই দুই সূচক এই নিয়ে পরপর দুই দিন নীচে নামল।

Advertisement
৩ কারণে হুড়মুড়িয়ে পড়ছে শেয়ারবাজার, কোন কোন স্টকের দামে বড় পতন?শেয়ারবাজারে ক্র্যাশ এল কেন?
হাইলাইটস
  • শেয়ারবাজারে বিরাট ক্র্যাশ
  • এ দিন সেনসেক্স পড়ে গিয়েছে ৫৩৩ পয়েন্ট
  • এই সূচক রয়েছে ৮৪,৬৭৯.৮৬ পয়েন্টে

শেয়ারবাজারে (Stock Market) বিরাট ক্র্যাশ। পরপর দুই দিন পড়ল স্টক মার্কেট। এ দিন সেনসেক্স পড়ে গিয়েছে ৫৩৩ পয়েন্ট। এই সূচক রয়েছে ৮৪,৬৭৯.৮৬ পয়েন্টে। আর নিফটি শেষ করেছে ২৫৮৬০.১০ পয়েন্টে। এটি পড়েছে ১৬৭ পয়েন্ট। আর এই দুই সূচক এই নিয়ে পরপর দুই দিন নীচে নামল।

দিনটার শুরুই হয় খারাপ

আগের দিন সেনসেক্স শেষ করেছিল ৮৫,২১৩.৩৬ পয়েন্টে। আর এ দিনের শুরুতেই আবার পড়ে যায় এই সূচক। এটার ওপেনিং হয় ৮৫,০২৫ পয়েন্টে।

ও দিকে সেনসেক্সের মতোই খারাপ শুরু করে নিফটিও। এটি শুরু করে ২৫,৯৫১ পয়েন্টে। যেটা কি না তার আগের দিনের ক্লোজিং ২৬০২৭-এর থেকে অনেকটাই কম ছিল।

কেন পড়ছে শেয়ারবাজার?

এর পিছনে ৩টি কারণ রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আর সেগুলি হল-

১. বিশেষজ্ঞদের মতে, ভারতীয় টাকার দাম পড়ে যাওয়াই আদতে সমস্যার কারণ। আসলে কয়েক দিন ধরেই কমছে টাকার দাম। আজ আবার এটির দাম ৯১ টাকা পেরিয়ে গিয়েছে। আর ইতিহাসে এমনটা প্রথম হল যখন টাকার দাম এতটা কমে গেল। আর সেই কারণেই শেয়ারবাজারেও ক্র্যাশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২. বেশ কিছু দিন ধরেই ভারতীয় মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহেই ভারতীয় মার্কেট থেকে ১৭৯৫৫ কোটি টাকা তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। শুধু সোমবারই তারা ১৪৬৮ কোটি টাকার শেয়ার বিক্রি করে চলে গিয়েছে। আর এই ট্রেন্ডটাও ভারতীয় মার্কেটকে টেনে নামিয়ে দিচ্ছে।

৩. পৃথিবীর বড় বড় সব মার্কেটের অবস্থাও কিছু দিন ধরে খারাপ। আমেরিকা, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং সহ অধিকাংশ দেশের মার্কেট নীচের দিকে নামছে। আর এই ট্রেন্ড ফলো করছে নিফটি ও সেনসেক্স।

কোন ১০টা শেয়ারের দাম খুব পড়েছে?

এ দিন খুব খারাপ হাল হয়েছে কিছু শেয়ারের। এক্ষেত্রে লার্জ ক্যাপ ক্যাটাগোরিতে অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার ৫.০৩ শতাংশ, ইটারনালের শেয়ার ৪.৬৩ শতাংশ, এইচসিএল টেক শেয়ার ২.০৩ শতাংশ নেমেছে। আবার ওলা ইলেকট্রিক ৭.৭৩ শতাংশ, পলিসি বাজারের শেয়ার ৫.৫২ শতাংশ, এআইএ শেয়ার ৩.৬৩ শতাংশ, বিডিএল শেয়ার ৩.৩৩ শতাংশ এবং সান টিভি-এর শেয়ার ৩.২৬ শতাংশ মিড ক্যাপ ক্যাটাগোরিতে পড়েছে। এছাড়া মানিন্ডসের শেয়ার ৬.১২ শতাংশ এবং জয় বালাজির শেয়ার ৬.০৭ শতাংশ নেমেছে।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

POST A COMMENT
Advertisement